scorecardresearch

ডিএ আন্দোলনকারীদের মহা সমাবেশ: একযোগে গলা ফাটাতে পারেন সেলিম-সুজন-শুভেন্দুরা

শহিদ মিনার চত্বর আজ রাম-বাম মিলেমিশে একাকার?

Selim, Sujan and suvendu may be present in the meeting of DA agitators updates
বাম নেতাদের সঙ্গে আজ এক মঞ্চে দেখা যাবে শুভেন্দুকে?

শহিদ মিনার চত্বর আজ রাম-বাম মিলেমিশে একাকার? উত্তরটা স্পষ্ট হবে কিছুক্ষণের মধ্যেই। বকেয়া ডিএ-র দাবিতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের মহা সমাবেশ। সরকারি কর্মচারীদের এই সমাবেশে হাজির থাকার কথা সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বাম নেতা সুজন চক্রবর্তী থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।

আজ ৬৩ দিনে পড়ল ডিএর দাবিতে আন্দোলন। ধর্মতলায় শহিদ মিনারের পাদদশে সরকারি কর্মচারীদেরে একাংশের টানা আন্দোলন ইতিমধ্যেই জোর চর্চায়। কাছেই রেড রোডের ধর্নামঞ্চ থেকে বুধবার ডিএ আন্দোলনকারীদের বিঁধে ‘চোর-ডাকাত’ পর্যন্ত বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরেরই দিনেই মুখ্যমন্ত্রীর ধর্না-মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বে বিরাট সভা ডিএ আন্দোলনকারীদের।

সরকারি কর্মচারীদের একাংশের এই সভায় বৃহস্পতিবার উপস্থিত থাকার কথা রয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের, থাকার কথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরও। তাঁদের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই সভায় হাজির থাকবেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন- মমতার হিন্দি ‘জ্ঞান’ সম্পর্কে নজিরবিহীন কটাক্ষ, শুভেন্দুর টিপ্পনি-টুইট জোর চর্চায়!

সব মিলিয়ে আজকের সভায় রাজ্যের সরকারি কর্মচারীদের হয়ে একযোগে গলা ফাটাতে দেখা যেতে পারে রাম-বামকে। ইতিমধ্যেই শিয়ালদহ ও হাওড়া স্টেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে ভিড় জমিয়েছেন সরকারি কর্মচারীরা। মিছিল করে তাঁরা যাচ্ছেন ধর্মতলার শহিদ মিনারের উদ্দেশে।

আরও পড়ুন- গানে গানে কাটল সকাল, দোলা-চন্দ্রিমাদের সঙ্গে গলা মেলালেন মমতাও

অন্যদিকে, গণতন্ত্রের কণ্ঠরোধ এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে বুধবার থেকে টানা ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত একটানা ধর্না চালিয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো। বুধবারের মতো আজও ধর্না মঞ্চ থেকে তিনি ঝাঁঝালো আক্রমণ শানাতে পারেন বিরোধীদের। একইসঙ্গে তাঁর রোষের মুখে পড়তে হতে পারে ডিএ আন্দোলনকারীদেরও।

আরও পড়ুন- অভিষেকের সুর কুন্তলের গলায়! ‘এজেন্সির চাপ’ বাড়ানোর খেলা

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Selim sujan and suvendu may be present in the meeting of da agitators updates565381