/indian-express-bangla/media/media_files/2025/05/12/juYhL6qz3dlgCsPlXOyI.jpg)
ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রবীণ দৈতাপতি সেবায়ত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ৩০ দিনের জন্য বরখাস্ত করেছে
Ramakrushna Dasmohapatra suspended: ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রবীণ দৈতাপতি সেবায়ত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ৩০ দিনের জন্য বরখাস্ত করেছে। এখন আগামী এক মাস ধরে, রামকৃষ্ণ দাস মহাপাত্র মন্দিরে প্রবেশ করতে পারবেন না বা কোনও পূজা বা সেবায় অংশগ্রহণ করতে পারবেন না। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাদ্দি বলেছেন যে, সেবায়তের বিরুদ্ধে মন্দিরের মর্যাদা লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অরবিন্দ পাদ্ধি নিজেই বিষয়টি তদন্ত করেন এবং সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়।
ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! মৃত্যুমিছিল, হাহাকার, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে একের পর এক দেহ
পুরীর মন্দির প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, যারা চিরাচরিত নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুরীর জগন্নাথ মন্দিরের প্রবীণ সেবায়তকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
Puri, Odisha: The Shri Jagannath Temple Administration has suspended senior Daitapati Sevayat Ramakrishna Das Mahapatra for 30 days over actions that allegedly violated temple sanctity. The suspension, ordered by Chief Administrator Arvind Kumar Padhee, bars him from entering the… pic.twitter.com/eMhMfDQrr6
— IANS (@ians_india) May 11, 2025
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে দেখা গিয়েছিল পুরীর মন্দিরের প্রবীণ সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে। দীঘা জগন্নাথ ধাম লেখা সত্বেও কেন তিনি ওই মন্দিরের উদ্বোধনে গেলেন তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। পুরীর মন্দির কর্তৃপক্ষ তার কাছ থেকে এ ব্যাপারে লিখিত জবাব চেয়েছিল। প্রবীণ সেবায়েত সেই জবাবও দিয়েছিলেন। তবে তার দেওয়া সেই জবাব মন্দির কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বলে মনে হয়নি। সেই কারণেই এবার প্রবীণ সেবায়েতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। প্রবীণ দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
বিক্রম মিস্রিকে ব্যক্তি আক্রমণ! গর্জে উঠলেন ওয়াইসি, দুঁদে আমলার পাশে অ্যাসোসিয়েশন
এদিকে দিঘার মন্দিরের উদ্বোধনে পুরীর মন্দিরের সেবায়েতের উপস্থিত থাকায় এবং তাকে পরবর্তী সময়ে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ দাস মহাপাত্র বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ জগন্নাথ ভক্তের ভাবেগে আঘাত করেছেন বলে মনে করেন বিজেপি নেতা।