প্রয়াত কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম। রবিবার কালীপুজোর দিন সকালে প্রয়াত হন বর্ষীয়ান রাজনীতিবিদ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তৃণমূল কাউন্সিলর। রবিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
Advertisment
প্রয়াত রাম পেয়ারে রাম কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের হাত ধরেই। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস। প্রথমবার ১৯৭১ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হন কবিতীর্থ কেন্দ্র থেকে। যদিও এখন কেন্দ্রটির অবলুপ্তি হয়েছে। এর পরের দু'বার জয় আসেনি।
প্রয়াত বর্ষীয়ান তৃণমূল নেতা রাম পেয়ারে রাম।
ফের রাজনীতির আঙিনায় বিধায়ক হয়ে তাঁর প্রত্যাবর্তন ১৯৮৭ সালে। সেই থেকে পরপর ৫ বার বিধায়ক হন রাম পেয়ারি রাম। ২০১১-র ভোটে কংগ্রেস ও তৃণমূল জোট বেঁধে লড়ে। তবে সেবার টিকিট পাননি তিনি। নির্দল প্রার্থী হয়ে লড়াই করেছিলেন, তবে হেরে যান। এদিকে দলবিরোধী অবস্থানের জন্য রাম পেয়ারি রামকে সাসপেন্ড করে কংগ্রেস। পরে তিনি যোগ দেন তৃণমূলে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত কিছু সমস্যা তাঁর শরীর ছিলই। তবে গত সোমবার থেকে শাররিক অসুস্থতা বেশ বেড়ে গিয়েছিল। শ্বাসকষ্টের সঙ্গে বুকে সংক্রমণ ধরা পড়ে তাঁর। তড়িঘড়ি তাঁকে কলকাতারই একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়েছিল। সেই থেকে চলছিল চিকিৎসা। তবে রবিার সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রয়াত হন রাম পেয়ারে রাম। বর্ষীয়ান রাজনীতিবিদ রাম পেয়ারে রামের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।