Advertisment

Doctors-Service Doctors Forum-CS: মুখ্যসচিবের সঙ্গে চিকিৎসকদের তিন ঘণ্টা বৈঠক, কী কী উঠে এল আলোচনায়?

Service Doctors Forum-CS: পৌনে ১টা নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর সাড়ে ৩টে নাগাদ। চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Doctors, Service Doctors Forum, CS, চিকিৎসক,সার্ভিস ডক্টরস ফোরাম, মুখ্যসচিব,

Doctors-Service Doctors Forum-CS: বৈঠকে কাটল না অচলাবস্থা। (ছবি- ফেসবুক)

Doctors-Service Doctors Forum-CS: আরজি কর ইস্যুতে মুখ্যসচিবের সঙ্গে চিকিৎসকদের তিন ঘণ্টা বৈঠকে কোনও সমাধানসূত্র মিলল না। সোমবার স্বাস্থ্য ভবনে উভয়পক্ষের বৈঠক হয়। বৈঠকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ ১২টি সংগঠনের দু'জন করে প্রতিনিধি যোগ দিয়েছিলেন। পৌনে একটা নাগাদ শুরু হওয়া এই বৈঠকে রাজ্য সরকারের তরফে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তবে, ছিলেন না স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। বৈঠক শেষে মুখ্যসচিব এবং অংশগ্রহণকারী চিকিৎসকদের মুখ থেকে শোনা গেল উলটো সুর। মুখ্যসচিব যখন বললেন, 'সরকার ১০টির মধ্যে সাতটি দাবিই মেনে নিয়েছে। সদিচ্ছার প্রমাণ দিয়েছে।' সেই সময় অংশগ্রহণকারী চিকিৎসকরা প্রশ্ন তুললেন, 'কী ভাবে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো সম্ভব?'    

Advertisment

বৈঠক শেষে মুখ্যসচিব বলেন, 'সরকার ১০টির মধ্যে সাতটি দাবিই মেনে নিয়েছে। সদিচ্ছার প্রমাণ দিয়েছে। তিনটি বিষয়ে সরকারের কাছে সময়সীমা চাওয়া হয়েছিল। কিন্তু, এই ব্যাপারে কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়, এগুলো প্রশাসনিক ব্যাপার।' আর, বৈঠকে উপস্থিত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা বলেন, 'থ্রেট কালচারে অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন পদে দুর্নীতিগ্রস্তরা বসে আছে। পুলিশ কী যে করছে, তা কেউ জানে না। এরপরও কী করে স্বাভাবিক স্বাভাবিক পরিস্থিতি ফেরানো সম্ভব? আমরা উলটে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছি। ওঁরা আমাদের আমন্ত্রণপত্র নিয়েছেন। আমরা, ওঁদের যোগ দেওয়ার জন্য অপেক্ষা করে থাকব।'  

আরও পড়ুন- কবে কালীপুজো, কবেই বা অমাবস্যা, তিথি ও ক্ষণ বিস্তারিত জেনে নিন

 সূত্রের খবর, বৈঠক উপস্থিত চিকিৎসকরা আরজি করের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য শ্রীরামপুরের বিধায়ক তথা তৃণমূলের চিকিৎসক-নেতা সুদীপ্ত রায়কে স্বাস্থ্য প্রশাসন থেকে অপসারণ করার দাবি জানিয়েছেন। পালটা, জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার করার দাবি করেছেন মুখ্যসচিব। এরকম অনেক দাবিই পরস্পরের কাছে বৈঠকে তোলা হয়েছে। এই বৈঠককে আবার স্বীকৃতিই দেননি জুনিয়র ডাক্তাররা। তাঁরাই ধর্মতলায় অনশন করছেন। তাঁদের তরফে দেবাশিস হালদার বলেছেন, 'আমরা আন্দোলন করছি, অনশন করছি। অথচ, আমাদেরকেই বৈঠকে ডাকা হয়নি। ওই বৈঠকে সিনিয়র ডাক্তাররা যোগ দিয়েছিলেন। বৈঠকে কী হয়েছে, সেটা বলতে পারব না।'  

Meeting RG Kar Medical College Doctors Death Junior Doctors
Advertisment