scorecardresearch

বড় খবর

শিক্ষামন্ত্রীর ঘোষণায় কোনও ভরসা নেই এসএফআইয়ের, এবার বিধানসভা অভিযানের ডাক

প্রতিবাদের দিন ১০ মার্চ।

SFI
ছবি- এএনআই

ডিএ-র দাবিতে ডান-বাম একাধিক সরকারি কর্মচারী সংগঠনের ডাকা ধর্মঘটের দিনই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পথে নামতে চলেছে এই বাম ছাত্র সংগঠন। একইসঙ্গে বিকল্প শিক্ষানীতির দাবি জানিয়েছেন বাম ছাত্ররা। এর আগেও একই দাবিতে একাধিকবার আন্দোলন করেছে তাঁরা।

এসএফআইয়ের রাজ্য কমিটির সভাপতি প্রতীকউর রহমান ও সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘দীর্ঘ ৬ বছর ধরেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। সরকারি ভাবে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। বারে বারে পথে নামলেও কোনও রা নেই সরকারের। বিকল্প জনমুখী শিক্ষানীতি ও স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগামী ১০ মার্চ বিধানসভা অভিযান করা হবে।’

রাজ্য এসএফআইয়ের বক্তব্য, ‘শিক্ষামন্ত্রী বলেছেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর ছাত্র সংসদ নির্বাচন হবে। এই ধরনের প্রতিশ্রুতি আগেও শুনেছি। কিন্তু, তা বাস্তবে প্রতিফলিত হয়নি। বিগত ৬ বছর ধরে ছাত্রসমাজের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’ শিক্ষামন্ত্রীর ঘোষণায় ভরসা না-করে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের দাবি জানিয়েছে এসএফআই।

এদিনই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নানা ঘোষণা করেন। এই বাম সংগঠনের বক্তব্য, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ছাত্র সংসদ নির্বাচন করতে চাইছে সরকার। মাফিয়ারাজ চলবে না শিক্ষাক্ষেত্রে। আমাদের দাবি, একইসঙ্গে সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে।’ নয়া শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিও জানাচ্ছে এসএফআই।

আরও পড়ুন- ‘আমি ধমকাই না, আবেদন করি’, বললেন মুখ্যমন্ত্রী মমতা

এদিকে ডিএ-র দাবিতে লাগাতার আন্দোলন করে আসছে তৃণমূলপন্থী ব্যাতিরেকে প্রায় সমস্ত সরকারি কর্মচারী সংগঠন। গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এবার আন্দোলনের তীব্রতা বাড়াতে ১০ মার্চ ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। ওই দিনই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই। রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারকে চাপে ফেলতেই সরকারি কর্মচারিদের কর্মবিরতির দিনই বিধানসভা অভিযান করতে চলেছে এসএফআই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sfi has no belief on education minister and they called for assembly abhijan