Advertisment

'গণতন্ত্রের লজ্জা, অপমানে মাথা হেঁট হয়ে যাচ্ছে', রামপুরহাট কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল

"রামপুরহাট হত্যাকাণ্ড গণতন্ত্র ও শাসনের ওপর গভীর ক্ষত। এই ঘটনা বিশ্বের দরবারে আমাদের মাথাকে নত করেছে"

author-image
IE Bangla Web Desk
New Update
jagdeep dhankhar deputy president nda

রামপুরহাট গণহত্যা কাণ্ড নিয়ে বৃহস্পতিবার আরও একবার একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। "রামপুরহাট হত্যাকাণ্ড গণতন্ত্র ও শাসনের ওপর গভীর ক্ষত। এই ঘটনা বিশ্বের দরবারে আমাদের মাথাকে নত করেছে", বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।

Advertisment

বৃহস্পতিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে সড়কপথে শালুগাড়ার বিএসএফের সেনা ছাউনিতে যান। সেখানে মহিলা জওয়ানদের পাসিং দ্য প্যারেড অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেই অনুষ্ঠান সেরে এদিন দুপুরের বিমানে বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল বলেন, "আমার ভিডিও বার্তা দেখুন, ট্যুইটার দেখুন। আর সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছি সেটিও দেখুন। আপনারা সব জানতে পারবেন। সেটি একটি অপমানজনক ঘটনা। গণতন্ত্র ও শাসনের উপর একটি গভীর ক্ষত। এই ঘটনা অপমানে আমাদের মাথা নত করেছে।"

আরও পড়ুন ধনকড়ের নামে ফের নালিশ শাহকে, রাজ্যপালকে সরানোর দাবি তৃণমূলের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা 'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির' উদ্ধৃত করে বলেন, "গণতন্ত্রে এইভাবে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা খুবই বেদনাদায়ক ও অপমানজনক। আমরা কী দেখলাম এখানে মন আতঙ্ক ভরা, আর মাথা অপমানে নত রয়েছে। আমি সরকারের কাছে আবেদন করবো ঘটনাকে ধামাচাপা দেওয়ার পরিবর্তে রাজ্য সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিৎ।"

বুধবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটুক্তি করা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে পাথর ছোড়া খুবই সোজা। এরপরই তিনি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ওই বিষয়ে তিনি বলেন, "আর আপনারাও কোনরকম যাচাই না করে মিথ্যা বহন করে চলছেন। আমি বুঝি না আপনারা মিথ্যাকে কেন প্রশ্রয় দেন। আপনারা কেন প্রশ্ন তুলছেন না তা বোধগম্য হচ্ছে না। এখানে চতুর্থ স্তম্ভকে উপড়ে ফেলা হচ্ছে।"

Jagdeep Dhankhar Rampurhat Death Birbhum Violence
Advertisment