/indian-express-bangla/media/media_files/2025/08/24/cats-2025-08-24-20-12-14.jpg)
ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে দ্বন্দ্ব বিজেপি সাংসদ ও বিধায়কের মধ্যে
shantanu thakur vs subrata thakur:পারিবারিক বিবাদে ঠাকুর বাড়ির দুই ছেলে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দূরত্ব বাড়ছে। ঠাকুরবাড়ির অন্দরে এই নিয়ে গুঞ্জন চলছিল আগে থেকেই । এবার CAA-এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব প্রকাশ্য এল।
সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুরের মা ছবি রানী ঠাকুরের অভিযোগ, শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘ একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে।মতুয়া কার্ড ও ধর্মীয় কার্ড দেওয়ার জন্য শান্তনু ঠাকুর সাম্প্রতিক নাট মন্দিরে ক্যাম্প করেছে।
সুব্রত ঠাকুর এই ক্যাম্পের প্রতিবাদ করেছেন । তাই নিয়েই শুরু হয়েছে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। এমনকি এই দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছে শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানী ঠাকুর। নাট মন্দিরে সুব্রত ঠাকুর, মমতা ঠাকুরের সঙ্গে কথা হয়।
জেঠিমার কাছে গিয়েছিলাম কোন রাজনীতি নয় বলে দাবি করেছেন সুব্রত ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মা ছবি রানী ঠাকুর দাবি করেছেন মতুয়া মহা সংঘের অধিকার নিয়ে আমাদের এই লড়াই। আমি আমার বড় জা-এর কাছে গিয়েছিলাম । এর মধ্যে কোন রাজনীতি নেই । আমি কোন রাজনিতি করি না।
তৃণমূল সংসদ মমতা ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরে দূরত্ব কমেছে। এক সঙ্গে ছবিও দেখা যাচ্ছে। শান্তনু ঠাকুরের মন্তব্য, এটা বিজেপি জন্য ভালো বার্তা নয়। শান্তনুর দাবি, সুব্রত ঠাকুর তৃণমূলে যাবে। বিজেপি টিকিট দিলে সেই টিকিটে জিতে তৃণমূলে গিয়ে মন্ত্রী হবে।
আরও পড়ুন- ভিন রাজ্যে কাজে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, মুহূর্তেই শেষ মা-ছেলের জীবন