Sandrshkhali Attacked: গত শুক্রবারের ঘটনার পর কেটে গিয়েছে তিনদিন। এখনও অধরা সন্দেশখালির শেখ শাহজাহান। তাঁকে পেতে মরিয়া ইডি। জারি করা হয়েছে লুকআউট নোটিস। এর মধ্যেই অবশ্য গোপন ডেরা থেকে সন্দেশখালির তৃণমূল নেতা, কর্মীদের জন্য বার্তা দিয়েছেন শাহজাহান। কোথায় রয়েছেন 'ভাই' (এই নামেই সন্দেশখালিতে পরিচিত শেখ শাহজাহান)। আজ অবধি মুখে কুলুপ এঁটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই জোড়া চাপে শাহজাহান।
সন্দেশখালি নেতা শেখ শাহাজাহান উত্তর ২৪ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ। গত শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। কিন্তু, বেশ কিছুদিন ধরে তিনি অনুপস্থিত আছেন। তারপরই দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- বয়সসীমা বিতর্কে আরও ইন্ধন মমতার, গঙ্গাসাগর থেকে তৃণমূল ‘সেনাপতি’কে বড় বার্তা
জেলা পরিষদের আইন অনুযায়ী, যদি কোনও কর্মাধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত, তাতে কাজের যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে কারণে সভাধিপতি নিজেই সেই দফতরের কাজ করে দিতে পারেন। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, যতদিন শাহজাহান অনুপস্থিত থাকবেন, ততদিন পর্যন্ত মৎস দফতরের কাজ যা আসবে, তিনিই করে দেবেন।
তবে কি শাহজাহানকে ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- তৃণমূলের কুণাল ঘোষ কেমন? এজলাসে বসে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অন্যদিকে, সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর গ্রামবাসীদের একাংশের হামলার ঘটনায় তিনদিন পর সোমবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেছেন, 'যাঁরা আইন ভেঙেছে, পুলিশের তদন্তের কাজে বাধা দিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।'
গত শুক্রবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা। মাথা ফেটেছিল ৩জন ইডি আধিকারিকদের। হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রীতিমতো দৌড় করানো হয়েছিল ইডি আধিকারিকদের। ওই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। যদিও তৃণমূলের তরফে ওই ঘটনার দায় চাপানো হয়েছে ইডি-র ঘাড়েই।
আরও পড়ুন- গলার মটরমালা বেচে কলেজে ভর্তি হয়েছিলেন মমতা, স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর