Advertisment

Shahjahan Sheikh: ২০ দিন পর সন্দেশখালিতে ইডি, তালা ভেঙে শাহজাহানের বাড়িতে জোর তল্লাশি

শাহজাহানের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও। তাদের কাছেও রয়েছে কাঁদানে গ্যাস।

author-image
Joyprakash Das
New Update
Shahjahan Sheikh, ED, Ration Scam

শাহজাহান শেখের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ছবি-সংগৃহীত

২০ দিন পর ফের সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের সরবেড়িয়ার বাড়িতে তল্লাশি করতে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোর ৫টা নাগাদ বিরাট কেন্দ্রীয় বাহিনী নিয়ে রওনা দেন ইডির আধিকারিকরা। এদিনের অভিযানে কেন্দ্রীয় তদন্তকারীরা সেখানে যেতেই হাজির হন রাজ্য পুলিশের আধিকারিকরা। ইডি পুলিশকে শাহজাহানের বাড়ির তল্লাশির সার্চ ওয়ারেন্ট দেখান। শাহজাহানের বাড়িতে তালা দেওয়া ছিল। ৪৫ মিনিট বাদে চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু হয়।

Advertisment

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। প্রবল বাধার মুখে পড়েছিলেন তাঁরা। শাহজাহান অনুগামীদের আক্রমণে মাথা ফেটে যায় ইডির এক আধিকারিকের। আক্রমণ করা হয় সংবাদ মাধ্যমেের ওপর। সেদিন থেকে বেপাত্তা হয়ে যায় শাহজাহান শেখ। সেই সময় ইডির বিরুদ্ধে চুরি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ করে এফআইআরও করা হয়েছিল।

বুধবার ভোর পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মোট ২২টা গাড়ির কনভয় রওনা দেয় নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে। এদিন মোট ১২৫ জন কেন্দ্রীয় বাহিনী শাহজাহানের বাড়ি ঘিরে ফেলে। এই তৃণমূল নেতার সব বাড়িতেই তালা দেওয়া ছিল। পুলিশও ভিডিওগ্রাফি করার ইচ্ছা প্রকাশ করেন। ইডি তখন জানিয়ে দেয় ঘরের ভিতরে তল্লাশির ভিডিও করা যাবে না। বাইরে থেকে ভিডিও করা যাবে। তদন্তকারীরাও এদিন ভিডিও ফোটোগ্রাফার নিয়ে গিয়েছে। তালা খোলার জন্য দুজন লোককে সঙ্গে নিয়ে যায় ইডি।

আরও পড়ুন Rahul Gandhi: জোট নিয়ে খোঁচা মমতার! ২৪ ঘন্টার মধ্যে পাল্টা কী বার্তা রাহুল গান্ধীর?

শাহজাহানের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও। তাদের কাছেও রয়েছে কাঁদানে গ্যাস। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথায় হেলমেট, হাতে গার্ড পরে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। জেলা পুলিশকে এ দিন আগাম খবর দিয়ে রাখা হয়েছিল ইডির তরফ থেকে।

Enforcement Directorate West Bengal ED sheikh shahjahan tmc
Advertisment