দুর্গাপুজো মিটতেই ইডির তৎপরতা তুঙ্গে। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে বৃহস্পতিবার সাত সকালেই হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই তল্লাশিকে কেন্দ্র করে কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দফায় দফায় বিজয়া করতে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হন সল্টলেকের কাউন্সিলররা। তবে কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দলের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিকদের মধ্যে জেলবন্দি রয়েছেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছে ইডি। মাঝে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই রেশন বণ্টন দুর্নীতির তদন্তেই এবার ইডি হানা দিল সল্টলেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা 'বালু'র বাড়িতে। অন্যদিকে বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছেন মমতার অন্যতম রাজনৈতিক সঙ্গী মুকুল রায়। একসময় ছিলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। রাজনৈতিক মহলের মতে, একসময়ের মমতা-ঘনিষ্ট দলের প্রধান সৈনিকরাই এখন ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন। প্রত্যেকেই কোনও না-কোনও ভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছে দল। সারদা-কাণ্ডে গ্রেফতার মদন মিত্র বিধায়ক হলেও মন্ত্রী বা দলের কোনও গুরুত্বপূর্ণ পদ পাননি।
রাজ্য মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য ও প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘ বছর ধরে উত্তর ২৪ পরগণা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন তিনি। 'এক ব্যক্তি এক পদ' নীতি নিয়ে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক সরব হয়েছিলেন। যদিও এখনও কয়েকজন একাধিক পদে রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে সরতে হয় জেলা সভাপতি পদ থেকে। পাশাপাশি ২০২১ বিধানসভা নির্বাচনের পর খাদ্যমন্ত্রী থেকে সরিয়ে বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। রাজনৈতিক মহলের মতে, পুরোনো সৈনিকের পাশে দাঁড়াতেই এদিন সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন পর ক্যামেরার সামনে আসেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হওয়া দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন- পুজোর পরেই বড় ধাক্কা তৃণমূলের, গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর মৃত্যু হলে বিজেপি বা ইডির বিরুদ্ধে এফআইআর করার হুমকি দিয়েছেন মমতা। কারণ, তাঁর নাকি শরীর খারাপ। এরই পাশাপাশি এদিন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তুলসী সিনহা রায়, নির্মল দত্ত, অনিতা মণ্ডল-সহ একাধিক কাউন্সিলর মিষ্টির প্যাকেট নিয়ে বিজয়া করতে দফায় দফায় জ্যোতিপ্রিয়র বাড়িতে গিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির হানা নিয়ে রাজনৈতিক কর্মসূচি কিন্তু, ঘোষণা করেননি। মমতা বলেছেন, বালুর মৃত্যু হলে এফআইআর করা হবে। এদিকে ইডি হানা দিয়েছে জানার পরও তৃণমূলের একাধিক কাউন্সিলর মিষ্টির প্যাকেট নিয়ে গিয়েছেন বালুর বাড়িতে। এই হানা নিয়ে রাজনৈতিকভাবে কোনও কর্মসূচি তৃণমূল কংগ্রেস ঘোষণা করে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।