Sikkim car accident : সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় দুই ছেলে, স্বামী-সহ BJP নেত্রীর মত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Teesta river tourist vehicle fall: আবারও পাহাড়ি পথে বড়সড় দুর্ঘটনা। বাংলা এবং ওড়িশার বেশ কিছু পর্যটক বেড়াতে গিয়েছিলেন উত্তর সিকিমে। তাঁদের গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে।

Teesta river tourist vehicle fall: আবারও পাহাড়ি পথে বড়সড় দুর্ঘটনা। বাংলা এবং ওড়িশার বেশ কিছু পর্যটক বেড়াতে গিয়েছিলেন উত্তর সিকিমে। তাঁদের গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sikkim car accident  ,Teesta river tourist vehicle fall,  Itishree Jena missing  ,Odisha BJP leader accident,  Mangan Sikkim tragedy  ,Gangtok return road accident,সিকিম গাড়ি দুর্ঘটনা,  তিস্তা নদী পর্যটক গাড়ি পড়ে যাওয়া  ,ইতিশ্রী জেনা নিখোঁজ,  ওড়িশা বিজেপি নেত্রী দুর্ঘটনা  মাঙ্গান সিকিম দুর্ঘটনা  গ্যাংটক থেকে ফেরার পথে দুর্ঘটনা

Sikkim car accident: দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী।

North Sikkim car accident: সিকিমের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওড়িশা BJP-র রাজ্য মহিলা সভানেত্রী ইতশ্রী জেনার। তাঁর বাড়ি জাজপুরে। দুই ছেলে এবং স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই বিজেপি নেত্রী। ভয়াবহ দুর্ঘটনায় ওই পরিবরাটির চারজনেরই মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ গভীর শোক প্রকাশ করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথাও বলেছেন। সিকিমের দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ৫। চলছে উদ্ধারকাজ।

Advertisment

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ব্যাপক বৃষ্টি হচ্ছিল উত্তর সিকিমের বিভিন্ন এলাকাজুড়ে। আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ে বেড়াতে গিয়ে চরম বিপদের মুখে পড়লেন পর্যটকরা। একটি গাড়িতে বাংলা ও ওড়িশার বেশ কয়েকজন পর্যটক বৃষ্টির মধ্যেই ঘুরতে বেরিয়েছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ওপরের রাস্তা থেকে ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় পর্যটকদের সেই গাড়ি।

ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তলব করা হয় ITBP-এর জওয়ানদের। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান জওয়ানরা। গতকাল রাতেই আশঙ্কাজনক অবস্থায় দু'জন পর্যটককে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Update:চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল শুরুর আগেই ব্যাপক ধরপাকড়, শিয়ালদহ স্টেশনে ধুন্ধুমার

এদের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও নিখোঁজ রয়েছেন ৫ পর্যটক। গতকাল রাতে প্রবল ঝড়-বৃষ্টির জেরে নদীতে তল্লাশি চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। তবে শুক্রবার সকাল থেকে নয়া উদ্যমে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন- Anubrata Mondal: IC-কে যাচ্ছেতাই ভাষায় গালাগালি, ফের খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল

এদিকে, সিকিমের এই দুর্ঘটনায় ওড়িশার এক BJP নেত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওড়িশা BJP-র রাজ্য মহিলা সভানেত্রী ইতশ্রী জেনা। দুই ছেলে ও স্বামীকে নিয়ে উত্তর সিকিমে বেড়াতে গিয়েছিলেন তিনি। ভয়াবহ দুর্ঘটনায় তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- SSC: নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি SSC-এর, কবে থেকে আবেদন? পরীক্ষা কবে?

 

accident North Sikkim Tourist Death