Anubrata Mondal: IC-কে যাচ্ছেতাই ভাষায় গালাগালি, ফের খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল

abusive language: আবারও খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত।

abusive language: আবারও খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত।

Joyprakash Das & Ashis Kumar Mondal
New Update
tmc anubrata mandal gets huge relief in mongolkot case

Anubrata Mondal: অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal: ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে আবারও খবরের শিরোনামে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ভাইরাল হাওয়া ওই অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। আইসি-কে যে কন্ঠটি হুমকি দিচ্ছিলেন সেটি অনুব্রত মণ্ডলের বলে অনেকের মনে হয়েছে। যদিও ওই অডিও ক্লিপিং-এর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে সেটি ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা অনুব্রতকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন।

Advertisment

BJP রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, "এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কীভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাস'রা সযত্নে সুরক্ষিত রয়েছে! 

“বীরভূমের ছাল ছাড়ানো বাঘ”, যার কিনা মাঝে মধ্যেই ব্রেইনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় - তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন!" তিনি আরও লিখেছেন, "আর এই কথপোকথন প্রকাশ্যে আসার পর প্রশাসনে কী প্রভাব পড়বে? বড় জোর ৪৮ ঘন্টার মধ্যেই হয় ওই আধিকারিককে ক্লোজ করা হবে, নাহলে সুন্দরবনে বদলি! 

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Update: নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি SSC-এর, কবে থেকে আবেদন? পরীক্ষা কবে?

আমি চাই, পুলিশ মন্ত্রী @MamataOfficial ও রাজ্যের @DGPWestBengal সাহেব রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ নিজে সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা!"

এই বিষয়ে বীরভূম জেলা BJP সভাপতি ধ্রুব সাহা বলেন, "পুলিশেরই উচিত ঘটনার সত্যতা বিচার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমরা রাজনৈতিক কর্মী। আজ যদি আমাদের কোনও নেতা এমন কাজ করতেন, তার বিরুদ্ধে প্রশাসনের আগেই দল ব্যবস্থা নিত। আমরা রাজনীতি করি সমাজে বদল আনতে। কিন্তু এই ধরনের বক্তব্য থেকে সমাজ কী শিখবে? পুলিশকে বলব মেরুদণ্ড সোজা রেখে উপযুক্ত ব্যবস্থা নিন। তা যদি না করতে পারেন তাহলে সমাজমাধ্যমে প্রচার করুন, এটা ভুয়ো।"

আরও পড়ুন- Sikkim accident: হাজার ফুট নীচে তিস্তায় পড়ল বাংলার পর্যটকদের গাড়ি, মৃত্যু, নিঁখোজ বহু, উদ্ধারে সেনা

এদিকে, ঘোরতর এই অভিযোগ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা হয়েছিল। তবে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

tmc Birbhum Anubrata Mandol