টালিগঞ্জ থেকে গ্রেফতার শিলাজিত-পুত্র

শুক্রবার রাতে দেশপ্রাণ শাসমল রোডে টলি ক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয় শিলাজিতের ছেলেকে। ধী-এর সঙ্গে আটক করা হয় তাঁর দুই বন্ধু করণ পাঞ্চাল ও প্রিয়ম পাঞ্চালকে।

শুক্রবার রাতে দেশপ্রাণ শাসমল রোডে টলি ক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয় শিলাজিতের ছেলেকে। ধী-এর সঙ্গে আটক করা হয় তাঁর দুই বন্ধু করণ পাঞ্চাল ও প্রিয়ম পাঞ্চালকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গ্রেফতার শিলাজিৎ পুত্র ধী। ফোটো- ফেসবুক

মাদক সহ গ্রেফতার গায়ক শিলাজিতের পুত্র ধী মজুমদার। শুক্রবার রাতে দেশপ্রাণ শাসমল রোডে টলি ক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধী-এর সঙ্গে আটক করা হয় তাঁর দুই বন্ধু করণ পাঞ্চাল ও প্রিয়ম পাঞ্চালকেও। কয়েকশো গ্রাম গাঁজা সহ আটক হ ধী ও তাঁর বন্ধুরা। শনিবার সকালে আলিপুর আদালতে তোলা হবে অভিযুক্তদের।

Advertisment

শুক্রবার রাতে নিয়ম মাফিক টহলের সময়ে একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ির সব কাচ বন্ধ ছিল। পুলিশ সেখানে গিয়ে গাড়ির কাচ নামাতে বললে ভেতরে মত্ত অবস্থায় উদ্ধার করা হয় ধী মজুমদারকে। দেখা যায়, ধীয়ের দুই বন্ধুও নেশাগ্রস্থ অবস্থাতেই ছিলেন ওই গাড়ির মধ্যে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর শাস্তি মাথা পেতে নেবে আমার ছেলে, বললেন কৈলাশ বিজয়বর্গীয়

Advertisment

সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন কথা বলতে থাকেন তাঁরা। কোথায় যাবেন, এখানে কী করছেন, কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দেননি তারা। এরপরই তাঁদের আটক করে রিজেন্ট পার্ক থানায় নিয়ে আসা হয় এবং এনডিপিএস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, রাত নয়টা থেকে একটা পর্যন্ত রাস্তায় নিয়ম মাফিক টহল দেয় পুলিশ। এদিন রুটিন টহলেই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। উল্লেখ্য, গায়ক শিলাজিতের পুত্র ধী মজুমদার পরিচিত অভিনেতা। অনিন্দ্য চট্যোপাধ্যায়ের ছবি 'ওপেন টি বায়োস্কোপ'-এ ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

tollywood