‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করতে গিয়ে নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব। দীর্ঘদিন ধরে শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দা হওয়া সত্ত্বেও হাতে পাননি জমির পাট্টা, এমন অভিযোগেই এদিন মন্ত্রীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তৃণমূল নেত্রীর 'দিদিকে বলো' কর্মসূচি ঘোষণার পরেই জনসংযোগ বৃদ্ধি করতে রাস্তায় নামেন শিলিগুড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। কিন্তু সেই জনসংযোগ করতে গিয়েই এদিন বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রীমশাই।
ঠিক কী অভিযোগ?
শিলিগুড়ি পুর নিগমের অধীন ৪০ নম্বর ওয়ার্ডের উত্তর একটিয়াশালের বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করলেও এখনও পায়নি জমির পাট্টা। সরকারের দীর্ঘসূত্রীতাকে দায়ী করেই এই বিক্ষোভে নামেন এলাকাবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন আসলে পাট্টা দেওয়ার আশ্বাস দিলেও নির্বাচন মিটলে তা নিয়ে কোনও হেলদোল নেই সরকারের। এমনকী বর্তমান সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই আশ্বাসও বাস্তবে পরিণত হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। রাজ্যের পর্যটনমন্ত্রীকে সামনে পেয়ে তাই বিক্ষোভে ফেটে পড়ে এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন- পথ চলতি মানুষের জন্য পাবলিক ফ্রিজ! অভিনব উদ্যোগ শিলিগুড়িতে
অন্যদিকে, দলের নির্দেশ মেনে নিজের বিধানসভা এলাকা শিলিগুড়ির পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উত্তর একাটিয়াশালে মঙ্গলবার গিয়েছিলেন গৌতম দেব। সেখানে গিয়ে এহেন পরিস্থিতিতে হতচকিত হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী, এমনটাই খবর। এরপর পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে নিজেই বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান স্থানীয়র বিধায়ক। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, গাড়ি থেকে নেমে মন্ত্রী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে মন্ত্রী স্বয়ং নিজে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন- ভারত স্বাধীন হলেও পরাধীন শিলিগুড়ির এই গ্রামের মানুষরা
স্থানীয়দের একাংশের বক্তব্য, এলাকার বিধায়ক হয়েও এলাকাবাসীর পাট্টা না পাওয়া নিয়ে কোনও খবর রাখেননি তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেব। বারংবার আবেদন করা সত্ত্বেও মেলেনি কোনও সাড়া। এমতাবস্থায় মন্ত্রীকে কাছে পেয়েই তাই ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের কাছে গিয়ে কথাবার্তা বলে আশ্বস্ত করেন গৌতম দেব। আশ্বাস পেয়ে ঘেরাও তোলেন বিক্ষোভকারীরাও। যদিও এই পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের পর্যটন মন্ত্রী তথা এলাকার বিধায়ক গৌতম দেব।
শিলিগুড়ির সব খবর পড়ুন এখানে