/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/sitaram-yechury-cpim-copy.jpg)
সীতারাম ইয়েচুরি। ফাইল ছবি।
Sitaram Yechury: ভালো নেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রবীণ রাজনীতিবিদ সীতারাম ইয়েচুরির শারীরিক পরিস্থিতি সংকটজনক। দলের কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। দিল্লির AIIMS-এ চিকিৎসধীন ইয়েচুরি। ভেন্টিলেশনে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। ইয়েচুরির শারীরিক পরিস্থিতি পর্যালোচনায় বিশেষষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দলও গঠিত হয়েছে।
প্রাক্তন সাংসদ তথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছিল। প্রথমদিকে বাড়িতে চিকিৎসা চললেও পরবর্তী সময়ে তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক হতে শুরু করে। এরপরেই তাঁকে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল ২৪ ঘন্টা মনিটরিংয়ে রেখেছেন তাঁকে। ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে তাঁর।
গত ২০ আগস্ট থেকে AIIMS-এ চিকিৎসাধীন রয়েছেন সীতারাম ইয়েচুরি। অসুস্থ থাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা ও পরে তাঁর স্মরণসভাতেও কলকাতায় হাজির থাকতে পারেননি ইয়েচুরি। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় হাজির থাকতে না পারলেও হাসপাতাল থেকেই ভিডিওবার্তা পাঠিয়েছিলেন সীতারাম।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ধূমপানের নেশা রয়েছে সীতারাম ইয়েচুরির। অতিরিক্ত ধূমপানের জেরেই নিউমোনিয়া থেকে ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়ে প্রাক্তন সাংসদের। সেই সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক রূপ নেয়। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি বেশ খানিকটা সংকটজনক রয়েছে।
আরও পড়ুন- RG Kar Medical College: আরজি করে ভয়ের পরিবেশ সৃষ্টি! তালিকা ধরে ৫১ জনকে তলব হাসপাতালের তদন্ত কমিটির