উল্টোরথের শোভাযাত্রায় তারস্বরে মাইক-ডিজে বক্স বাজানোর অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত পুলিশ। ময়না থানার ৬ জন পুলিশকর্মী ঘটনায় আক্রান্ত হয়েছেন। ঘটনায় গ্রেফতার অন্তত ১৪ জন। রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ।
জানা গিয়েছে, ময়নার চিরঞ্জীবপুর এলাকায় উল্টোরথে শোভাযাত্রা বের করেন বাসিন্দারা। সেই শোভাযাত্রায় ছিল মাইক, ডিজে বক্স। এরপর বিকেলের দিকে একটি মাঠে জড়ো হয়ে স্থানীয়রা ডিজে বক্স বাজাতে থাকেন। রাত পর্যন্ত তারস্বরে চলে বক্স ও মাইক। বহু এলাকাবাসী সমস্যায় পড়েন এর ফলে। ময়না থানার পুলিশের কাছে অনেকেই অভিযোগ জানান।
আরও পড়ুন শহিদ দিবসের রাতেই দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী, বিরাটিতে ব্যাপক চাঞ্চল্য
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তখন উত্তেজিত জনতা তাদের ঘিরে ধরে চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। বাঁশ হাতে মারমুখী জনতা তেড়ে যায় পুলিশের দিকে। ইট-বাঁশের আঘাতে জখম হন ৬ পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের উপর আক্রমণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার নিন্দা করেন অনেকে। ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চারজনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেলে পাঠানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন