Hooghly News: ময়লার ভ্যাটে মাথার খুলি! দেখেই আত্মারাম খাঁচাছাড়া সাফাইকর্মীর! ধন্দে পুলিশ

chinsurah-sanitation workers: এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। তড়িঘড়ি তদন্তে নেমে পড়েছেন পুলিশকর্মীরা।

chinsurah-sanitation workers: এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। তড়িঘড়ি তদন্তে নেমে পড়েছেন পুলিশকর্মীরা।

author-image
Uttam Dutta
New Update
chinsurah sanitation workers skeleton found garbage vat,  Hooghly chinsurah corpse discovery during cleaning , sanitation staff recover corpse in waste tank  ,chinsurah garbage skeleton recovered  ,chinsurah cleaning vat death found,চুঁচুড়ায় ময়লা ভ্যাটে কঙ্কাল উদ্ধার,  চুঁচুড়া সাফাইকর্মীরা নরকঙ্কাল উদ্ধার  ,ময়লার গর্তে মৃতদেহ চুঁচুড়ায়  ,হুগলি চুঁচুড়া ময়লা ট্যাংকে কঙ্কাল,  ময়লার ভ্যাটে কাজের সময় কঙ্কাল উদ্ধার

hooghly News: বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ময়লা ফেলার ভ্যাট থেকে উদ্ধার কঙ্কাল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুরসভার সাফাইকর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিকে মোড়ানো হাড়-খুলি, কঙ্কাল পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারাও সেখানে ভিড় জমান। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ওই কঙ্কালটি মানুষের বলেই পুলিশের অনুমান। যদিও কে বা কারা ওই কঙ্কাল ফেলে গেল, তা এখনও জানা যায়নি।

Advertisment

চুঁচুড়ার ওই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই। তাই কখন এই কঙ্কাল কে ফেলে গেল বা কোথা থেকে এটি এল তাও বোঝা যাচ্ছে না। হুগলি চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে র অন্তর্গত কামারপাড়া দাসপাড়া এলাকাটি মোটের ওপর শান্তিপ্ৰিয় জায়গা বলেই পরিচিত। এহেন একটি এলাকায় মানুষের কঙ্কাল মেলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পুরসভা এলাকায় সাফাইকর্মীরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট করে কাজ বন্ধ রেখেছিলেন।

তাই পুর এলাকার বিভিন্ন রাস্তার ধার এবং এলাকার ভ্যাটগুলিতে আবর্জনা ভরে যাচ্ছিল। বৃহস্পতিবার পুনরায় কাজে যোগ দেন সাফাইকর্মীরা। তাঁরাই এদিন ভ্যাট পরিষ্কার করতে গেলে সেখানে মানুষের কঙ্কাল দেখতে পান। প্রথমে কালো প্লাস্টিকে মোড়া খুলি এবং পরে আরও কিছু হাড়গোড় অন্য প্লাস্টিকে মোড়া অবস্থায় পাওয়া যায়।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:প্রতারণার 'হাইটেক কায়দা', কলকাতার বুকে বিরাট জালিয়াতির পর্দাফাঁস! পুলিশের জালে ১০

এদিকে, পুলিশ জানিয়েছে এর মধ্যে ওই এলাকা থেকে কেউ নিখোঁজ হয়েছে বলেও তাদের কাছে খবর নেই। তাহলে কি কেউ বা কারা বাইরে থেকে ওই নরকঙ্কাল ফেলে দিয়ে গেল? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal news Live Updates:প্রতারণার 'হাইটেক কায়দা', কলকাতার বুকে বিরাট জালিয়াতির পর্দাফাঁস! পুলিশের জালে ১০

Chinsurah hooghly news skeleton