West Bengal news Highlights: রাত পোহালেই দুর্গাপুরে বিজেপির জনসভা, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার মোদী

West Bengal News updates July 17, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

West Bengal News updates July 17, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
modi

রাত পোহালেই দুর্গাপুরে বিজেপির জনসভা, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার মোদী

Kolkata News Highlights: রাত পোহালেই দুর্গাপুরে বিজেপির জনসভা,  তার আগেই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার মোদী।

Advertisment

আগামীকাল রাজ্যে আসছে প্রধানমন্ত্রী মোদী। ঠিক তার আগে বঙ্গে তৃণমূল কংগ্রেসের ‘অপশাসন’-এর বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী। তৃণমূলের নীতি ও অপশাসনের ফলে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি। দলীয় নেতৃত্বের মতে, রাজ্যের সাধারণ মানুষ এখন অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছেন এবং তাঁদের বিশ্বাস, একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারবে রাজ্যের প্রকৃত উন্নয়ন ঘটাতে।

 আগামীকাল অর্থাৎ ১৮ই জুলাই দুর্গাপুরে বিজেপির তরফে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঠিক তার আগে মোদী টুইট করে সভায় সকলের যোগদানের আহ্বান জানিয়েছে।

Advertisment

দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই সভায় রাজ্যের বিভিন্ন জেলার বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিত থাকবেন। সভার মূল লক্ষ্য রাজ্যে ‘তৃণমূল সরকারের দুর্নীতি, স্বজনপোষণ ও জনবিচ্ছিন্ন’ শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।

বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে ইন্ডিগোর যাত্রীবাহী বিমান মাঝপথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে তড়িঘড়ি দিল্লিতে ফিরিয়ে আনা হয়। জানা গিয়েছে বিমানটি আজ সকাল ১০টা ৩৪ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফ করে।তবে কিছুক্ষণের মধ্যেই বিমানের পাইলট যান্ত্রিক সমস্যা বুঝতে পারেন এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটি দিল্লিতেই ফিরিয়ে আনা হয়।ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "টেক অফের পরপরই বিমানটিতে একটি যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। সতর্কতা হিসেবে, পাইলট বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিমানটি নিরাপদে অবতরণ করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে, বিমানটি ফের যাত্রার জন্য প্রস্তুত করা হয়। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত, তবে নিরাপত্তা সবসময়ই আমাদের প্রধান অগ্রাধিকার।" ঠিক একদিন আগেই, বুধবার দিল্লি থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ইন্ডিগোর আরেকটি ফ্লাইট 6E-6271-তেও বড় ধরনের ইঞ্জিন ত্রুটি দেখা দেয়। মুম্বই বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফ্লাইটটি রাত ৯টা ৫২ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়।

পাটনার পারস হাসপাতালে ভর্তি রোগীকে লক্ষ্য করে পরপর গুলি।   মর্মান্তিক সেই ঘটনায় ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামনে এসেছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে চারজন সশস্ত্র দুষ্কৃতী হাসপাতালের ২০৯ নম্বর ওয়ার্ডে প্রবেশ করে এবং চন্দন মিশ্র নামে এক রোগীর উপর গুলি চালায়। এরপর পর তারা সহজেই পালিয়ে যায়। এই ঘটনা পাটনা শহরের আইনশৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সিসিটিভি ফুটেজে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার বিরাট গাফিলতির বিষয়টিও সামনে এসেছে। পুলিশ মামলাটি তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের খোঁজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে হাসপাতালের কোন নিরাপত্তাকর্মী যুক্ত থাকতে পারেন। পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 

"বক্সার জেলার বাসিন্দা চন্দন মিশ্র নামে এক অপরাধী, যার বিরুদ্ধে খুনের কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে, তাকে বক্সার থেকে ভাগলপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। চন্দন প্যারোলে মুক্ত ছিলেন এবং চিকিৎসার জন্য পারস হাসপাতালে ভর্তি ছিলেন। প্রতিপক্ষ দলের দুষ্কৃতীরা তাকে হাসপাতালে ঢুলে গুলি করে। গুরুতর আহত অবস্থায় মিশ্র মারা যান। বক্সার পুলিশের সহায়তায় আমরা দোষীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি"। 

মহারাষ্ট্রের নাসিকে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত  এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে রাত ১১.৫৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, রাস্তার ধারে একটি ছোট শহরে দুটি গাড়িই পড়ে থাকতে দেখা যায়। এই দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন, এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ঘটল এত বড় দূর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

অমরনাথ যাত্রা চলাকালীন জম্মু ও কাশ্মীরের গান্দেরবালের জেলার বালতাল রুটে ভূমিধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় রাজস্থানের ৫৫ বছর বয়সী এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে আজ, বৃহস্পতিবার (১৭ জুলাই), এক দিনের জন্য যাত্রা স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর টানা বৃষ্টির কারণে পাহাড়ে ধসের ঘটনা ঘটে। সেই সময় ওই মহিলা আহত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার হয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত দুই দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে বালতাল এবং পহেলগাঁও – দুটি বেস ক্যাম্প থেকেই অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত ২.৪৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথের পবিত্র গুহা পরিদর্শন করেছেন। দুর্ঘটনার পরেও প্রশাসন আশ্বস্ত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

publive-image

 

ফের খুন মালদায়। বুধবার শোবার ঘর থেকে ষাটোর্ধ্ব এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পুখুরিয়ার মির্জাপুর গ্রামে। রাতে মৃত আজিদান বেওয়া(৬২) একাই ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, কেউ বা কারা ওই মহিলাকে নৃশংস ভাবে খুন করে। তবে খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত বৃদ্ধার আত্মীয় আরমান আনসারী জানান গত কয়েক বছর ধরে তার ঠাকুমা একাই থাকতো একটি বাড়িতে। তিনি আরও জানান অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তার ঠাকুমা, আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হাওয়াই বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পেয়ে বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে ওই বৃদ্ধার মেয়ে। ঘরের ভিতরে গিয়ে দেখতে পাই ওই বৃদ্ধার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে বিছানার উপরে। এরপর মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। খবর দেওয়া হয় পুকুরিয়া থানার পুলিশকে। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির মামলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। যেহেতু কলকাতা হাইকোর্টে এর আগে এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং তিনি পার্থদের জামিনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন তাই মামলাটি অন্য বেঞ্চে সরানোর আবেদন জানিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী। এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এই মামলা নতুন বেঞ্চ গঠন করে সেখানে শুনানির কথা জানিয়েছেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির ED-র মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও CBI-এর মামলা এখনও বিচারাধীন রয়েছে। তাই এখনও জেল মুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। সেই মামলাতেই জামিনে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

কলকাতা শহরেই অবৈধ কল সেন্টার খুলে দিনের পর দিন প্রতারণার মস্ত কারবার চালানো হচ্ছিল। কলকাতার কড়েয়ার একটি আবাসনে বসে চালানো হচ্ছিল বড়সড় এই প্রতারণার কারবার। সূত্রের খবরে, বৃহস্পতিবার ভোররাতে কড়েয়ার ওই আবাসনে হানা দেয় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় ১০ জনকে। ঘটনাস্থল থেকে ৬টি ল্যাপটপ, ১৮ টি মোবাইল সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। গত কয়েক মাসে ওই বেআইনি কল সেন্টারের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা প্রতারণা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের দফায় দফায় জেরা তদন্তকারীদের।

নতুন করে হিংসার আগুন জ্বলে উঠেছে বাংলাদেশে। গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পড়সি দেশে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গতকাল গোপালগঞ্জে NCP-র পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গতরাত থেকেই জারি হয়েছে কার্ফু। গতকাল হামলাকারীদের সঙ্গে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন এবং ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে সংঘর্ষে আহতের সংখ্যা ৫০-এর বেশি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Purba Bardhaman: বাঁশের মাচায় শেষ যাত্রায় বৃদ্ধা! হাঁটু জল আর কাদার পাহাড় পেড়িয়ে শ্মশানের পথে আত্মীয়রা

আরও পড়ুন- government recruitment:গত ৭ বছরে ১৯ হাজারেরও বেশি চাকরি দেওয়া হয়েছে, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

  • Jul 17, 2025 20:02 IST

    Kolkata News Live Updates: রাজ্যে সহ-শিক্ষক পদে নিয়োগ: ৫.৫ লক্ষের বেশি আবেদন

    রাজ্যের সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সহ-শিক্ষক পদে নিয়োগের জন্য ৩৫,৭২৬টি শূন্যপদে আবেদন করেছেন ৫.৫ লক্ষেরও বেশি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) সূত্রে এই তথ্য জানা গিয়েছে।



  • Jul 17, 2025 13:45 IST

    Kolkata News Live Updates:নরকঙ্কাল উদ্ধার

    ময়লা ফেলার ভ্যাট থেকে উদ্ধার কঙ্কাল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুরসভার সাফাইকর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিকে মোড়ানো হাড়-খুলি, কঙ্কাল পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারাও সেখানে ভিড় জমান। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ওই কঙ্কালটি মানুষের বলেই পুলিশের অনুমান। যদিও কে বা কারা ওই কঙ্কাল ফেলে গেল, তা এখনও জানা যায়নি।

    বিস্তারিত পড়ুন- Hooghly News:ময়লার ভ্যাট পরিস্কারে গিয়ে আতঙ্কে 'আত্মারাম খাঁচাছাড়া'র জোগাড় সাফাইকর্মীর! স্থানীয়রাও হতভম্ব



  • Jul 17, 2025 13:21 IST

    Kolkata News Live Updates:অল্পের জন্য প্রাণে রক্ষা স্কুল পড়ুয়ার

    প্রবল জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল পড়ুয়া, তবে বরাতজোরে প্রাণে বেঁচেছে সে। ফরাক্কার নিশিন্দ্র কাটান দিয়ে স্কুল পড়ুয়ারা যাচ্ছিল। তখনই ঘটে বড়সড় বিপত্তি। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে এই নিশিন্দ্রা কাটান রয়েছে। ফরাক্কার বেশ কয়েকটি গ্রামের মানুষ ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে থাকেন। এই গ্রামগুলি থেকে মানুষজন নিশিন্দ্রা কাটান হয়ে ফরাক্কার স্কুল, কলেজ এবং চিকিৎসার জন্য যাতায়াত করেন। নিশিন্দ্রা হাই স্কুলের ছাত্র ছাত্রীরা নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে স্কুলে যাচ্ছিল। ঝাড়খণ্ডের পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে সকাল থেকে নিশিন্দ্র কাটানের উপর দিয়ে বয়ে চলেছে জল। জীবনের ঝুঁকি নিয়ে নিশিন্দ্র কাটানের এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে যেতে গেলেই বিপত্তি ঘটে। এক পড়ুয়া জলের স্রোতে ভেসে যায়। তবে ওই পড়ুয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। যদিও তার সাইকেলটি জলে তলিয়ে গিয়েছে। 



  • Jul 17, 2025 13:17 IST

    Kolkata News Live Updates:শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার

    পেশায় আইটি কর্মী এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ লেকটাউন থেকে অভিযুক্ত রাজা মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল ভোরে ওই মহিলা বাড়ি ফিরছিলেন সল্টলেক সেক্টর ফাইভ থেকে। বাস ধরে করুণাময়ীতে নামে হেঁটে এফডি ব্লকের বাড়িতে ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, তখনই ওই যুবক মহিলার পিছু নেন। পিছন থেকে জড়িয়ে ধরেন মহিলাকে, তাঁর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। মহিলার চিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত। থানায় অভিযোগ জানালে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। 



  • Jul 17, 2025 12:20 IST

    Kolkata News Live Updates:তৃণমূলকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

    আবারও তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে একহাত দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান ভরে গিয়েছে বলে ফের একবার সোচ্চার হলেন BJP নেতা দিলীপ ঘোষ। বিহারের মতো বাংলার ভোটার তালিকারও 'স্বচ্ছতা' প্রয়োজন বলে মনে করেন দাপুটে এই রাজনীতিবিদ। এরই পাশাপাশি ফের একবার স্বভাবসিদ্ধ ঢঙেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh:'বিহারের চেয়ে ভুয়ো ভোটার বাংলায় বেশি', তৃণমূলকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ



  • Jul 17, 2025 11:53 IST

    Kolkata News Live Updates: 'গণহত্যা'র অভিযোগ আওয়ামি লিগের

    নতুন করে হিংসায় উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের গোপালগঞ্জে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল। পড়শি দেশের জাতীয় নাগরিক পার্টি বা NCP-র সমাবেশ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোপালগঞ্জ। দিকে দিকে সংঘর্ষ, আগুন, ভাঙচুরের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। গতকাল গোপালগঞ্জের ঘটনাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে আওয়ামী লিগ। গোপালগঞ্জে দলের নেতা-কর্মীদের উপর আক্রমণের ঘটনা নিয়ে ফের একবার ইউনূস সরকারকেই কাঠগড়ায় তুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলটি।

    বিস্তারিত পড়ুন- Gopalganj clash:হিংসায় উত্তাল বাংলাদেশ, গোপালগঞ্জে কার্ফু, গ্রেফতার ১৪, 'গণহত্যা'র অভিযোগ আওয়ামি লিগের



  • Jul 17, 2025 10:17 IST

    Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস আজও

    নিম্নচাপ শক্তি হারাতেই বুধবার থেকে বৃষ্টির প্রভাব খানিকটা কমেছে রাজ্যে। তবে এখনই বৃষ্টি পিছু ছাড়ার পাত্র নয়। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে আপাতত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের।

    বিস্তারিত পড়ুন- Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির পূর্বাভাস আজও, বেলা গড়াতেই আবহাওয়ায় বড় বদল কোন কোন জেলায়?



  • Jul 17, 2025 10:13 IST

    Kolkata News Live Updates:বিমানের জরুরি অবতরণ

    মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। বুধবার রাতে দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে ইন্ডিগোর ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয়। ১৯১ জন যাত্রী এবং ক্রু সদস্যকে নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে। গতকাল রাত ৯.৫৩ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (সিএসএমআইএ) নিরাপদে নামে বিমানটি। ইন্ডিগোর বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল। ভুবনেশ্বরের প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে ছিল বিমানটি, সেই সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। 

    বিস্তারিত পড়ুন- indigo flight:মাঝ আকাশেই 'বিরাট বিপদ' টের পেয়ে গিয়েছিলেন পাইলট, তারপরেই নিলেন এই সিদ্ধান্ত



Bengali News Today Suvendu Adhikary CM Mamata banerjee