পাত্র পছন্দ করেও শুধু টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে ঘোর সমস্যায় পড়েছিলেন মালদহের ইংরেজবাজারের বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজেন বসাক। বিষয়টি জানতে পেরেই এগিয়ে আসে জেলারই একটি সামাজিক সংগঠন। ধুমধাম আয়োজনে রাতারাতি ভ্যানচালকের মেয়ের বিয়ের ব্যবস্থা করে ওই সংস্থা।
ব্যান্ড পার্টি এনে দেড়শোর বেশি বরযাত্রীর আপ্যায়ন করেছিল সংস্থাটি। পাত পেড়ে-কব্জি ডুবিয়ে খেয়ে গিয়েছেন এলাকার শ'তিনেক বাসিন্দাও। গরিব ভ্যানচালকের মেয়ের বিয়েতে খাসির মাংস, মাছ, পোলাও, সবজি, দই, মিষ্টির খাওয়ানোর বিরাট বন্দোবস্ত করেছিল সংস্থাটি। তাঁদের এই উদ্যোগ দেখে চোখে জল এসে গিয়েছিল নিতান্ত গরিব মেয়ের বাবা রাজেন বসাকের। সংস্থাটির সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ও অনন্য কীর্তিতে বিয়ের আসরেই মালা বদলের সময়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পাত্রী এবং তাঁর গোটা পরিবারকে।
আরও পড়ুন- সামনের ১৪ দিনে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক, আগে দেখে নিন ছুটির তালিকা!
শুক্রবার রাতে এই বিয়ের আয়োজন ছিল ইংরেজবাজারের বাঁশবাড়ি সংলগ্ন শান্তি-ভারতী লজে। পেশায় ভ্যানচালক রাজেন বসাকের বাড়ি ইংরেজবাজার থানার নুনবহি এলাকায়। কালিয়াচক থানার জালালপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী বিশ্বজিৎ বসাকের সঙ্গে ধুমধাম করে সামাজিক মতে বিয়ে হয়েছে মিলি বসাকের।
মালদহ জাগরন সোসাইটি নামক সংস্থার উদ্যোগে ভ্যানচালকের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল মানুষদের পাশে তাঁরা সব সময় সাধ্য মতো দাঁড়ানোর চেষ্টা করেন। এটি ছিল তাঁদের সংস্থার তরফে আয়োজন করা দশম বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুন- মারকাটারি বৃষ্টিতে তুফানি মেজাজ! আজ থেকেই বর্ষার তুমুল রূপ দেখবে কোন কোন জেলা?
এই বিয়ের বাজার থেকে শুরু করে কন্যা-বরযাত্রী ও অন্য নিমন্ত্রিতদের আপ্যায়নের সব ব্যবস্থা করেছেন সংগঠনের সদস্যরাই। বিয়ের মেনুও ছিল নজরকাড়া। ভাত, ডাল, পোলাও, স্যালাড, মিক্সড ভেজ, বেগুনি, খাসির মাংস, মাছ, চাটনি, মিষ্টি দই-সহযোগে ভুরি ভোজ সেরেছেন অতিথিরা।