TMC: 'ঘর পাওয়ানোর নামে টাকা নেয় তৃণমূলেরই কিছু নেতা', 'কাটমানি' অভিযোগ মানলেন ডাকাবুকো তৃণমূল বিধায়ক

TMC: এ যেন বিরোধীদের তোলা কাটমানি নেওয়ার অভিযোগই ঘুরিয়ে মেনে নিলেন তৃণমূলের এই বিধায়ক। ভরা সভায় বিস্ফোরক স্বীকারোক্তি চর্চায়।

TMC: এ যেন বিরোধীদের তোলা কাটমানি নেওয়ার অভিযোগই ঘুরিয়ে মেনে নিলেন তৃণমূলের এই বিধায়ক। ভরা সভায় বিস্ফোরক স্বীকারোক্তি চর্চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

এবার দলেরই কিছু নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের ডাকাবুকো বিধায়ক শওকত মোল্লার। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বোদরায় তৃণমূলের একটি কর্মিসভায় গিয়ে দলেরই একাংশের নেতাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিতে দেখা গেল শওকত মোল্লাকে। তাঁর এলাকার 'বেয়াড়া' নেতারা না শুধরোলে দল থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন শওকত।

Advertisment

ক্যানিংয়ের বোদরায় তৃণমূলেরই একটি কর্মিসভায় গিয়েছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দলেরই নেতাদের কয়েকজনের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন তিনি। শওকত বলেন, "বিচারের নামে, ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয় তৃণমূলের কিছু নেতা। যারা টাকা নেয়, তারা মানুষের নামে জন্তু। কেউ গরিব মানুষের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয়, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না।"

তিনি আরও বলেন, "আমার বিধানসভা কেন্দ্রের কিছু মানুষের নামে এই অভিযোগে এসেছে। আমি তাদের বলেছি, এরপর যদি একটা অভিযোগ তাদের নামে আমার কাছে আসে, ভরা সভায় বলছি তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে।"

Advertisment

আরও পড়ুন- Kaliganj Bye-Election Live updates: কালীগঞ্জে তৃণমূলের রেকর্ড জয় সময়ের অপেক্ষা! 'সব ধর্ম, বর্ণ, জাতির বিপুল আশীর্বাদ', পোস্ট মমতার

এদিকে, দলেরই নেতাদের একাংশের বিরুদ্ধে শওকত মোল্লার এহেন হুশিয়ারি নিয়ে রীতিমতো চর্চা তৈরি হয়েছে। নিজের এই হুঁশিয়ারি প্রসঙ্গে পরে শওকত ফের বলেন, "আমরা কখনও শুনতে পাচ্ছি মাঝেমধ্যেই দু'একজন আছে খুব রেয়ার, তারা বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের আমরা সাবধান করেছি। কোনও গরিব মানুষের কাছে কিছু পাইয়ে দেওয়ার নাম করে কিছু নেওয়া যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে সরকার পরিচালনা করছেন কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও সেটাকে যথাযথ সম্মান দিয়ে আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে হবে।"

আরও পড়ুন- WB Assembly:বেনজির কাণ্ড বিধানসভায়, সাসপেন্ড BJP-র চার বিধায়ক, 'জেহাদিদের মতো আচরণ', তোপ শুভেন্দুর

এদিকে শওকত মোল্লার এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য BJP। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শওকত মোল্লাকে তোপ দেগে বলেন, "শওকতের কাছেও তো ভাগ পৌঁছোয়। শওকত পয়সা খেতে খেতে পেট ফুলে গেছে, পয়সা খাওয়া, কাটমানি নেওয়া এটা তৃণমূলের রোজগারের জায়গা।"

tmc Corruption saokat molla