scorecardresearch

অভিষেককে দফায় দফায় জেরা ইডি-র, ‘আজই বড় কিছু হতে পারে’, দাবি সুকান্তর

কী ইঙ্গিত রাজ্য বিজেপি সভাপতির?

sukanta majumder shantiniketon moldanga
সুকান্ত মজুমদার

ছয় ঘন্টা পার, কয়লা পাচারকাণ্ডে দফায় দফায় জেরা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারই মাঝে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মুখ খুললেন বিজেপি, তৃণমূল আঁতাতের বিষয়ও।

কী বলেছেন সুকান্ত মজুমদার?

এসএসসি দুর্নীতিকাণ্ডে জেলে পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচারকাণ্ডে কারাগারে অনুব্রত মণ্ডল। এবার কে? তাই নিয়ে তুঙ্গে জল্পনা। এই বিষয়েই প্রশ্ন করা হয় রাজ্য বিজেপি সভাপতিকে। জবাবে সুকান্ত মজুমদার বলেন, ‘পার্থ, অনুব্রত ইতিমধ্যেই জেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা চলছে। আজই বড় কিছু ঘটতে পারে। আরও বেশ কয়েকজন জেলে যাবেন। লক্ষ্য রাখুন।’

‘বড় কিছু ঘটতে পারে’ বলে কী বলতে চাইলেন সুকান্ত? তা স্পষ্ট করেননি তিনি। তবে, তাঁর কথায় তৃণমূলের অস্বস্তি বাড়তে পারেই বলেই মনে করা হচ্ছে।

সুকান্তকে পাল্টা নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘বিজেপি নেতারা জানেন সিবিআই, ইডি কী করবে। আসলে ওরাই প্রমাণ করছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিজেপির আঙ্গুলি হিলনেই চলে।’

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে মুখ পুড়ল শুভেন্দুর, আর্জিতে সাড়া দিল না শীর্ষ আদালত

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই কংগ্রেস, সিপিআইএম-এর তরফে ‘সেটিং’ তত্ত্ব নিয়ে চরম কটাক্ষ করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির উপর চাপ বাড়ছে। যা নিয়ে সুকান্ত বলেন, ‘সেটিং হলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেলে যেতেন না। নজর রাখুন বড় কিছু হতে পারে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Something big can happen today says sukanta majumder on abhishek ed interrogation