Train Cancelled: একে পুজোর প্রথম দিন, তার উপর অফিস যাত্রীদের প্রবল চাপ! তার মাঝেই শিয়ালদা দক্ষিণ শাখায় চূড়ান্ত বিপত্তি। চরম সমস্যার মুখে যাত্রীরা।
অভিযোগ, রেলের তরফে পূর্ব ঘোষণা ছাড়াই ৮ টা ৪২মিনিটের সোনারপুর লোকাল বাতিল করা হয়। যার জেরে প্রবল সমস্যার মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। ক্ষোভ গিয়ে পড়ে রেলের উপর। অবরোধ করা হয় সোনারপুর স্টেশন। ফলে একের পর এক স্টেশনে আপ ও ডাউন ট্রেন আটকে পড়ে। প্রবল সমস্যায় নাকাল হন নিত্য যাত্রীরা।
৮৫ ঘণ্টা পেরোল অনশন, ষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে লিফলেট বিলি জুনিয়র ডাক্তারদের
নিত্যযাত্রীদের অভিযোগ সকাল থেকে সোনারপুর স্টেশনে অনান্য দিনের তুলনায় আজ ষষ্ঠীর সকালে ভিড় বেশ কিছুটা বেশি ছিল। এর মধ্যে কোন ঘোষণা ছাড়াই বাতিল করা হয় ৮টা ৪২ মিনিটের সোনারপুর লোকাল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় অফিস যাত্রিদের। এরপরই সকাল ৯টা থেকে সোনারপুর স্টেশন অবরোধ শুরু করেন যাত্রীরা। ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচলা। পুজোর ভিড় সামাল দিতে একগুচ্ছ কর্মসূচীর কথা জানিয়েছিল পূর্ব রেল। কিন্তু বোধনেই 'ডাহা ফেল' রেলের।