/indian-express-bangla/media/media_files/2025/07/06/21-july-tmc-hording-2025-07-06-14-32-17.jpg)
তোলা না দেওয়ায় মহিলাকে কুপ্রস্তাব, দাপুটে শাসক নেতার 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল বাংলা
TMC Councillor: শাসক নেতার বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ। ৫০ হাজার টাকা তোলা চাওয়ার পাশাপাশি এক 'বিধবা' মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কৃ্ষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে। টাকা না দিলে মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি দাবি করেছেন, থানায় অভিযোগ করতে গেলে তাকে বসিয়ে রেখে তার সামনেই অভিযুক্ত কাউন্সিলারকে ফোন করে ঘটনার সত্যতা জানতে চান তদন্তকারী আধিকারিক।
আরও পড়ুন- পরিসংখ্যান তুলে ধরে 'বিস্ফোরক' শুভেন্দু! কত বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত?
জানা গিয়েছে স্বামী জীবিত থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন। পরে স্বামীর মৃত্যুর পর ওই মহিলা সেখানেই কাপড়ের একটি ব্যবসা শুরু করেন। এরপর থেকেই মহিলাকে নানা ভাবে হেনস্থা ও উত্যক্ত করা হয় বলে অভিযোগ। অভিযোগ এলাকার দাপুটে কাউন্সিলার মহিলার থেকে ৫০ টাকা দাবি করেন। টাকা না দিতে পারায় মহিলাকে কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! কলকাতা সহ জেলায় জেলায় জারি সতর্কতা,ভারী বৃষ্টিতে নাকাল হবে জনজীবন
এদিকে এই ঘটনার পর মহিলা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই কাউন্সিলারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন কাউন্সিলার কৃ্ষ্ণপদ মণ্ডল। তিনি সাফ জানিয়েছেন, 'আমি ওই মহিলাকে চিনি না। এই ধরণের কোনও ঘটনাই ঘটেনি। আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত হলেই সবটা প্রকাশ্যে আসবে'।