/indian-express-bangla/media/media_files/2025/08/03/pakistanearthquake-2025-08-03-08-05-15.jpg)
ফের ভূমিকম্প!
ফের ভূমিকম্প! হঠাৎ করেই ঘুমের মধ্যে দুলে উঠল সবকিছুই। প্রবল আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষজন।
শুক্রবার গভীর রাতে প্রবল কম্পনে কেঁপে ওঠে হরিয়ানার সোনিপত জেলা। ভোররাত ১টা বেজে ৪৭ মিনিটে হঠাৎ করেই কম্পন অনুভূত হয়। ঘুমন্ত অবস্থায় হঠাৎ প্রবল কম্পন অনুভব করায় স্থানীয় মানুষজন দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তবে স্বস্তির বিষয়, ভূমিকম্পে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১:৪৭ মিনিটে সোনিপত জেলায় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল। মৃদু হলেও, কম্পন শহর ও গ্রামীণ এলাকায় অনুভূত হয়েছে।
EQ of M: 3.4, On: 27/09/2025 01:47:14 IST, Lat: 28.99 N, Long: 76.97 E, Depth: 10 Km, Location: Sonipat, Haryana.
— National Center for Seismology (@NCS_Earthquake) September 26, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/DRL23lJYDP
স্থানীয় প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে। যদিও এই ভূমিকম্পের ঘটনায় কোন হতাহতের খবর নেই, তবু রাতের এই কম্পনের কারণে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন- সারা মাসে মাত্র ৯ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, ফেস্টিভ সিজনে চূড়ান্ত হয়রানি এড়াতে এখনই পড়ুন এই প্রতিবেদন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us