Advertisment

Motivational Story: সবুজ বাঁচাতে এ এক অভূতপূর্ব পন্থা! মহতী উদ্যোগকে কুর্ণিশ পরিবেশপ্রেমীদের

ঝাঁ চকচকে নগরী গড়তে নির্বিচারে কাটা পড়ে গাছ। এব্যাপারে গুচ্ছখানেক আইন থাকলেও তার প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। গত কয়েক দশকে এরাজ্য তথা গোটা দেশেই যেভাবে সবুজ নিধন যজ্ঞ চলেছে তা নিয়ে পরিবেশপ্রেমীরাও অত্যন্ত উদ্বিগ্ন। সবুজ বাঁচাতে এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের এই পরিবারটি অভিনব এক উদ্যোগ নিয়েছিল।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Sons and daughters in law distributed trees to the invitees at fathers funeral, বাবার শ্রাদ্ধানুষ্ঠানে গাছের চারা বিলি ছেলে ও পুত্রবধূদের

অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

Motivational Story: দিনে দিনে ভারসাম্য হারাচ্ছে চারপাশের পরিবেশ। ঝাঁ চকচকে শহর গড়তে নির্বিচারে চলছে সবুজের 'হত্যালীলা'! অনেক ক্ষেত্রেই সে সব দেখেও দেখে না প্রশাসন। সবুজ বাঁচানোর বার্তাই হয় সার, তাতে বিশেষ হেলদোল থাকে না অনেকেরই। এবার তাই এক অনন্য পন্থা নিয়েছিলেন নন্দকুমারের বক্সি পরিবার।

Advertisment

সবুজ বাঁচাতে গাছ লাগানোর পাঠ দিতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বক্সি দম্পতি বেছে নিয়েছিলেন তাঁদের বাবার শ্রাদ্ধানুষ্ঠানকে। খঞ্চির বাসিন্দা চন্ডীচরণ বক্সির শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর ছেলে ও বউমরা আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দিয়েছেন নারকেল ও সুপারি গাছের চারা। গত ২০ জুন ৭৫ বছর বয়সে চন্ডীচরণ বক্সি নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতের তিন ছেলে শান্তনু, সুদীপ্ত ও সুকান্ত ও তাঁদের স্ত্রীরা শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়ার চিন্তাভাবনা করেন।

নারকেল ও সুপারি গাছের চারা বিলির সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। বাড়িতে আমন্ত্রিত প্রায় শ'পাঁচেক অতিথির হাতে বক্সি পরিবারের সদস্যরা নারকেল ও সুপারি গাছের চারা তুলে দিয়েছেন। মহতী এই উদ্যোগগে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে অনেকেই।

আরও পড়ুন- Bhangar: কিছুতেই সারছে না প্রাণঘাতী ‘রোগ’! এবার চোর সন্দেহে গণপিটুনির বলি প্রৌঢ়

বক্সি বাড়ির পুত্রবধূ মঞ্জু বক্সি জানান, বাবা গাছ লাগাতে খুবই ভালোবাসতেন। বর্তমানে অনেক জায়গাতেই নির্বিচারে গাছ কাটা চলছে। পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে সবুজ। তাই তাঁরা এমন একটি উদ্যোগ নিয়েছেন। প্রায় এক হাজার চারাগাছ অতিথিদের বিলি করেছে বক্সি পরিবার।

Purba Medinipur West Bengal Funeral
Advertisment