প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। এবার হলেন বাংলারও। তখনই বিজেপি নেতারা প্রশ্ন তুলেছিলেন, শাহরুখ খান কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর? এর পিছনেও নানা কারণ দেখতে পেয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা। রবিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভের নাম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রাক্তন ভারত অধিনায়ক বিজেপি শাসিত ত্রিপুরা ও তৃণমূল শাসিত বাংলার মুখ।
সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করায় কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। দলের সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'সৌরভকে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছর লাগল? নাকি খুঁজে পাচ্ছিলেন না। ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তাঁকে আগে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিয়েছে। উনি বাংলার ক্রিকেটের জন্য এত করেছেন। তাঁকে চিনতে ওনার এতো বছর লেগে গেল? আমার মনে হয় শাহরুখের এখন বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।'
এর আগে মুখ্যমন্ত্রী শিল্প সফরে স্পেনের মাদ্রিদের অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই সফরে সৌরভের ইস্পাত কারখানার ঘোষণা হয়েছিল। দিলীপ ঘোষের বক্তব্য, 'কেউ নতুন কথা কিছু বলেনি। উনিও (মমতা বন্দ্যোপাধ্যায়) আগে যা বলতেন তাই-ই বলেছেন। সৌরভও তাই। সৌরভ কোটি কোটি টাকা বিনিয়োগের কথা বলেছেন। তা এখনও আকাশেই আছে। আগে বিনিয়োগ তো হোক। তাজপুর বন্দরের একটা পাথরও গাঁথা হয়নি। কে করবে? কত টাকার প্রজেক্ট কেউ জানে না। দেউচা পাঁচামির কথা বলেছেন। এক কোদাল মাটিও খোঁড়া হয়নি। আদৌ ওর ভিতর কয়লা আছে কিনা কেউ জানে না। কোন কোম্পানি করবে? কোনও টেন্ডার হয়নি। উনি এই গল্প শুনিয়ে যাচ্ছেন।'
আরও পড়ুন বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, মহারাজের সামনেই বিরাট ঘোষণা মমতার
সৌরভ মাদ্রিদে মমতার সফরসঙ্গী হওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতৃত্ব কড়া সমালোচনা করেছিলেন। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আমেদাবাদে সৌরভকে দেখা গিয়েছে অমিত শাহদের পাশে বসতে। স্পেন থেকে ফিরে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন সৌরভ। তিনি যে 'ডোন্ট কেয়ার' সে কথা সাংবাদিক বৈঠকে পরে ঘোষণাও করেছেন। এবার বিজেপি ও তৃণমূল শাসিত দুই রাজ্য সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্রিকেটের মহারাজ।