Sourav Ganguly Car Accident: কলকাতা থেকে বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের বিলাসবহুল গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুরে সৌরভের গাড়ি দুর্ঘটনার খবরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য।
জানা গিয়েছে, সৌরভের কনভয়ের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লরি সৌরভের গাড়িটিকে চেপে দেয়। চালকের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান মহারাজ। তবে আচমকা ব্রেক কষায় পিছনের গাড়িগুলি পরপর একে অপরকে ধাক্কা মারে। ফলে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দুর্ঘটনায় মহারাজের কোন চোট লাগেনি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিরাট দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন মহারাজ। তবে চালকের তৎপরতায় অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান তিনি।
জানা গিয়েছে, সৌরভ একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরের কাছে হঠাৎ তার কনভয়ের সামনে একটি ট্রাক এসে দাঁড়ায়। ফলে চালককে হঠাৎ ব্রেক কষতে হয়। আচমকা ব্রেক কষায় পেছনের গাড়িগুলির একে অপরকে ধাক্কা মারে। এর মধ্যেই একটি গাড়ি সৌরভের গাড়িটিকে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় মহারাজ এবং তার কনভয়ে থাকা কেউ আহত হননি। ঘটনার জেরে প্রায় ১০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় সৌরভকে। এদিন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অন্যতম সফল অধিনায়ক। তাঁর অধিনায়কত্বেই ভারত অনেক ঐতিহাসিক ম্যাচে জয় ছিনিয়ে আনে। ওয়ানডে ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির মোট রান ১১,৩৬৩। ওয়ানডে'তে সৌরভের ঝুলিতে রয়েছে ২২টি সেঞ্চুরি এবং ৫২টি অর্ধশতক। একইভাবে, টেস্ট ক্রিকেটেও সাত হাজারেরও বেশি রানের রেকর্ড রয়েছে সৌরভের ।
তাঁর নেতৃত্বে, টিম ইন্ডিয়া ২০০২ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি'র শিরোপা জিতেছিল । তিনি ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও টিম ইন্ডিয়াকে নিয়ে গিয়েছিলেন। তিনি বিসিএসএআই-এর সভাপতিও ছিলেন।