Advertisment

South 24 Parganas News: RG Kar মামলার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের

South 24 Parganas Student Murder Case: পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে।

author-image
Mina Mondal
New Update
Rape and Murder, South 24 Parganas

South 24 Parganas News: বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ

South 24 Parganas News: আরজি কর মামলার রায়ের দিনেই বাংলায় ফের মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে। বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল ছাত্রী। সোমবার তার দেহ উদ্ধার এলাকাতেই! মাঠের মধ্যে দেহ পুঁতে রাখা ছিল, দাবি স্থানীয়দের। পরিচিত এক যুবক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ বলে দাবি স্থানীয়দের। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। দেহ উদ্ধারে পুলিশ গেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Advertisment

সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর চুনাখালি গ্রামে। অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত ১২ দিন ধরে নিখোঁজ ছিল। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু কোন খোঁজ মেলেনি। পরিবার, পরিজনদের বাড়িতেও খোঁজ খবর করে কোনও হদিস মেলেনি ওই নাবালিকার। 

অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পরিবারের। দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেহ আটকে রেখে তাঁরা বিক্ষোভ দেখান। মাঠের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন 'জঘন্য অপরাধ' কেন মৃত্যুদণ্ড নয়? গর্জে উঠলেন মমতা! হাইকোর্টে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানাবে রাজ্য

Advertisment

পুলিশ সূত্রে খবর, মাটি খুঁড়ে ওই ছাত্রীর দেহ পুঁতে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবার জানিয়েছে, ৯ জানুয়ারি এলাকার এক পরিচিত যুবক তাঁদের মেয়েকে ডাকতে এসেছিল। তার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পর, আর ফেরেনি মেয়ে। পরিবারের দাবি, তখন থেকেই নাবালিকা নিখোঁজ। পরিবারের সন্দেহ, তাঁদের মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে।' দোষীদের খুঁজে বার করে শাস্তির দাবি জানিয়েছে পরিবার।  

South 24 Pgs West Bengal West Bengal Police West Bengal News Minor Rape and Murder west bengal latest news
Advertisment