Advertisment

দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা, আজ ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update 2 July 2022

বর্ষাতেও কাটছে না আর্দ্রতাজনিত অস্বস্তি।

অপেক্ষার অবসান। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বড়সড় স্বস্তির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে ঢুকে পড়তে চলেছে বর্ষা। আজ প্রাক-বর্ষার বৃষ্টিও চলবে একাধিক জেলায়। বৃষ্টির হাত ধরেই নামবে তাপমাত্রা।

Advertisment

দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকতে চলেছে বর্ষা। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল। শহর কলকাতা-সহ জেলায়-জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল তুঙ্গে। বেলা বাড়লেই গরম অসহনীয় পরিস্থিতি তৈরি করছিল। তবে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

আরও পড়ুন- রাজ্যে বেড়েই চলেছে করোনা-কামড়, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্তের সংখ্যা ১০০ পার

দক্ষিণবঙ্গের দুয়ারে দাঁড়িয়ে বর্ষা। ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে জেলায়-জেলায়। আজ থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- মন্দির দেয় বৃষ্টির নির্ভুল পূর্বাভাস, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না

উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভরা বর্ষা চলছে। এই পর্বে আরও দিন চারেক উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

rainfall West Bengal Monsoon Session weather update South Bengal
Advertisment