/indian-express-bangla/media/media_files/2025/08/29/sovon-ratna-2025-08-29-16-19-37.jpg)
sovon chatterjee-ratna chatterjee: শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়।
Sovon Chatterjee-Ratna Chatterjee: কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলা খারিজ করা হয়েছে আলিপুর আদালতে। রত্না এর আগে অভিযোগ করেছিলেন, আদালতে তার তরফ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়নি। যদিও শেষমেশ আদালতের রায়ে খুশি রত্না চট্টোপাধ্যায়।
শুক্রবার আদালত চত্বরে দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায় বলেছেন, "আমি দীর্ঘ আট বছর ধরে যে লড়াইটা করেছিলাম আজ তার জয় হল। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের অনেক সময় ক্ষমতার কাছে হেরে যেতে হয়। আমি সব নারীর হয়ে এই জয় পেলাম।"
এর আগে সুপ্রিম কোর্ট মামলাটি আগস্ট ২০২৫-এর মধ্যে সমাপ্ত করার নির্দেশ দিয়েছিল এবং রত্নার পক্ষের বাকি পাঁচজন সাক্ষীরও বয়ান গ্রহণের নির্দেশ দিয়েছিল। মামলাটি ২০১৭ সালের ১৩ নভেম্বর আলিপুর আদালতে দায়ের হয়েছিল।
দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন থাকা এই মামলায় গত একাধিক বছরে বিচারপ্রক্রিয়া নিম্ন আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট—এ তিন পর্যায়ে বিচ্ছিন্নভাবে চলে আসছিল।