/indian-express-bangla/media/media_files/2025/02/03/IgTLz6nVjnx7AjJmzsMY.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
West Bengal News Live Updates:আরজি কর কাণ্ডে বিরাট পদক্ষেপ সিবিআইয়ের। আরজি কর কান্ডে দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের পর কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআইয়ের বিশেষ গোয়েন্দা দল। দুপুর ২টো ১৫ মিনিটে শ্যামবাজারে অতীন ঘোষের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। হাতে ফাইলপত্র নিয়ে আরজি কর দুর্নীতি মামলায় আজ দুপুরে দাপুটে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ২ জন সিবিআই আধিকারিক পৌঁছে যান তাঁর শ্যামবাজারের বাড়িতে। উল্লেখ্য কাশিপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ। তৎকালীন রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ। সিবিআই চার্জ শিটে দুর্নীতির একাধিক অভিযোগ ছিল। সেই বিষয়েই বয়ান রেকর্ড করতে অতীন ঘোষের বাড়িতে এদিন হানা দেয় সিবিআই গোয়েন্দারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও জিজ্ঞাসাবাদপর্ব চলছে বলেই খবর।
আরও পড়ুনঃ-কংগ্রেস সদর দফতরে 'হামলা', রাহুল গান্ধীর মুখে 'কালি', তোলপাড় ফেলা ঘটনায় উত্তাল কলকাতা
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযো্গকে কেন্দ্র করে ধুন্ধমার। মৌলালিতে প্রদেশ কংগ্রেস দফতর ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস নেতাদের ছবিতে লেপে দেওয়া হল কালি। বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিধানভবন ভাংচুরের অভিযোগ। 'এটাই বিজেপির সংস্কৃতি', কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। রাকেশ সিংয়ের গ্রেফতারির দাবিতে এন্টালি থানা ঘেরাওয়ের ডাক কংগ্রেসের।
ফের খুন তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল কোচবিহারের মাথাবাঙা। গতকাল রাতে পঞ্চায়েত অফিসের সামনেই ওই তৃণমূল নেতাকে মাথায় শাবলের আঘাতে খুনের অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্ত দু'জনকেই পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, গতকাল রাতে মাথাভাঙার জোরপাটকি পঞ্চায়েত অফিসের সামনে দুই যুবকের মধ্যে ব্যাপক গণ্ডগোল হচ্ছিল। সেই গণ্ডগোল থামাতে গিয়েছিলেন এলাকারই তৃণমূল নেতা সঞ্জয় বর্মন। গণ্ডগোল থামাতে গেলে উল্টে তাঁর উপরেই ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। শাবল দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরই মধ্যে ওই দুই যুবক এলাকা থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্ত দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে।
লেদার কমপ্লেক্সের একি ট্যানারি থেকে মহিলা শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার। ওই মহিলার স্বামীও একই ট্যানারিতে কাজ করেন। গতকাল সন্ধেয় স্ত্রীর চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন তাঁর স্বামী। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে পড়ে থাকতে দেখেন তিনি, এমনই দাবি স্বামীর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বলে অনুমান পুলিশের।
আরও পড়ুন- cyber crime: সাব-ইন্সপেক্টরের এই কীর্তিতে চূড়ান্ত অস্বস্তিতে পুলিশের শীর্ষকর্তারাও!
মৃতের স্বামীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশের। গতকাল মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বছর বত্রিশের বিলকিস বিবি। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পুলিশ সূত্রে খবর, গত পাঁচ বছর ধরে লেদার কমপ্লেক্সে কাজ করতেন স্বামী-স্ত্রী। ঘটকপুরে বাড়ি ভাড়া করে থাকতেন তাঁরা।
আরও পড়ুন- Kolkata weather Today:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা?
এদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় প্রতিদিনই ভুগতে হচ্ছে অসংখ্য নিত্যযাত্রীকে। বর্তমানে শহিদ ক্ষুদিরাম স্টেশনকেই প্রান্তিক স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রেও নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান করতেই এবার উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন-Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর! অভূতপূর্ব তৎপরতার ভূয়সী প্রশংসা
মেট্রোরেল চলাচল মসৃণ করতে এবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে বসানো হচ্ছে একটি টার্ন আউট। সেই কাজের জন্যই রবিবার ব্রিজি স্টেশন থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। ওই দিন বিকেল চারটে পর্যন্ত ওই লাইনে চলবে না মেট্রো। রবিবার টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করবে।
- Aug 29, 2025 15:00 IST
Kolkata News Live Updates:স্মারক প্রদর্শনী
অম্বুজা নেওটিয়া গ্রুপ আজ কলকাতার স্বভূমির কলাবানিতে বি.ভি. দোশি স্মারক প্রদর্শনীর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছে। ‘স্থপতি গিরিশ দোশির জীবন ও কর্ম উদযাপন’ শিরোনামে এই প্রদর্শনীটি ভারতের প্রথম প্রিটজকার বিজয়ী বালকৃষ্ণ ভি. দোশির কালজয়ী উত্তরাধিকারের প্রতি এক স্মরণীয় শ্রদ্ধাঞ্জলি।
এই বছরের প্রদর্শনীটি বি.ভি. দোশির নিকটতম শিষ্যদের একজন গিরিশ দোশির উপর আলোকপাত করে, যার কাজ সংযম, স্পষ্টতা এবং গভীর মানবতাবাদকে প্রতিফলিত করে। স্কেচ, মডেল, ছবি এবং প্রতিফলিত প্রবন্ধের মাধ্যমে, প্রদর্শনীটি অন্বেষণ করে যে কীভাবে তার অনুশীলন দর্শনের সাধনা থেকে নয়, বরং সরলতা, কাঠামোগত অখণ্ডতা এবং সংযুক্ত স্থানিক অভিজ্ঞতার প্রতি অঙ্গীকার থেকে উদ্ভূত হয়েছিল। - Aug 29, 2025 11:54 IST
Kolkata News Live Updates:কাউন্সিলরদের কলকাতায় ডাক
মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের তৃণমূল ভবনে ডেকে পাঠাল রাজ্য তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। ২ সেপ্টেম্বরের বিকেলে এই মিটিং তৃণমূল ভবনে হবে বলে তৃণমূল সূত্রে জানাগিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। বৃহস্পতি দুপুরে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলদের ফোন করে এই মিটিংয়ে ডেকেছেন। জানাগিয়েছে, কৃষ্ণনগর পুরসভার পুর পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় ২৪ জন কাউন্সিলরকে শোকজ করে রাজ্যের পুর নগরোন্নয়ন ও পুরবিষয়ক দপ্তর।
বিস্তারিত পড়ুন- TMC: শতাব্দীপ্রাচীন পুরসভার অচলাবস্থা কাটছেই না! শিকেয় নাগরিক পরিষেবা, কাউন্সিলরদের কলকাতায় ডাক তৃণমূলের শীর্ষনেতৃত্বের
- Aug 29, 2025 11:20 IST
Kolkata News Live Updates:পুলিশের আত্মসমর্পণ
এ যেন রক্ষক’ই ভক্ষক! ফেক প্রোফাইল খুলে তাতে এক মহিলার ব্যক্তিগত তথ্য ও বিকৃত ছবি পোস্ট করার অভিযোগ উঠলো খোদ পুলিশের সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ অফিসারের নাম শেখ রহমত। বর্তমানে তিনি আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের অধীন রানিগঞ্জ থানায় কর্মরত। তদন্তকারী অফিসারের জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হয়ে তিনি বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পুলিশ মহল।
বিস্তারিত পড়ুন- cyber crime: সাব-ইন্সপেক্টরের এই কীর্তিতে চূড়ান্ত অস্বস্তিতে পুলিশের শীর্ষকর্তারাও!
- Aug 29, 2025 10:35 IST
Kolkata News Live Updates:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস
চলতি সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে বৃষ্টির দাপট। নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। আজও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার উন্নতি কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Today:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে তুমুল ঝড়-জলে ভাসবে বাংলা?
- Aug 29, 2025 10:33 IST
Kolkata News Live Updates: অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর!
গ্রিন লাইন করিডোর সম্পূর্ণ চলার পর থেকে বিভিন্ন স্টেশনে বিপুল যাত্রী স্রোত লক্ষ্য করা গেছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে, কলকাতা মেট্রো (Metro Railway, Kolkata) সাত দিন ব্যাপী “AAMAR KOLKATA METRO” অ্যাপ জনপ্রিয় করার জন্য এক বিশেষ প্রচার অভিযান শুরু করেছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর! অভূতপূর্ব তৎপরতার ভূয়সী প্রশংসা
- Aug 29, 2025 10:32 IST
Kolkata News Live Updates: ছাদ থেকে পড়ে মৃত্যু
সোনারপুরে কামরাবাদে ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অসীম জানা। গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে প্রতিবেশী এক ব্যক্তি দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন এক যুবক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তি কামরাবাদ এলাকায় বছর খানেক ধরে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। এদিন রাত রাতে বন্ধু-বান্ধব নিয়ে মদ খাওয়ার পরে এই ঘটনা ঘটেছে। মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। এটা কি নিছক দুর্ঘটনা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। মদ খাওয়ার পরে কোন গণ্ডগোলের জেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে কি খতিয়ে দেখছে পুলিশ।