Advertisment

'স্রষ্টাকে অস্বীকার করছেন? মানসিকতা বদলান', শুভেন্দুকে ধুয়ে দিলেন মমতার স্নেহের কানন

নন্দীগ্রাম আন্দোলন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন শুভেন্দু। তারই জবাব দিলেন শোভন চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sovon chatterjee attacks suvendu adhikari for insulting mamata banerjee

নীরবতা ভাঙলেন শোভন। তীব্র আক্রমণ শানালেন শুভেন্দুকে।

হঠাৎ সক্রিয় শোভন। নন্দীগ্রাম আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে মন্তব্যের জন্য এবার কলকাতার প্রাক্তন মেয়রের তোপের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলন নিয়ে রবিবার লক্ষ্মীপুজোর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রণ করেছিলেন শুভেন্দু অধিকারী। মমতার স্নেহের কানন আজ ফেসবুকে ভিডিও বার্তায় তারই পাল্টা দিলেন শুভেন্দুকে।

Advertisment

নন্দীগ্রাম আন্দোলনে কাঁথির অধিকারী পরিবারের বিরাট ভূমিকা ছিল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিলেন শুভেন্দু। কাঁথিতে তাঁদের বাড়ি 'শান্তিকুঞ্জ' তৃণমূল সুপ্রিমোর নবান্ন দখলের পথ মসৃণ করেছিল বলে দাবি বিরোধী দলনেতার। রবিবার লক্ষ্মীপুজোর দিন শুভেন্দু বলেছিলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ও তো এই বাড়ি থেকে গিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলে। ২০০৮ সালের ১৩ মার্চ তিনি এই বাড়ির ছাদেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলন না হলে তিনি তিনি দিদি থেকে দিদিমা হতেন। কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না।''

মুখ্যমন্ত্রীকে বিঁধে এণন শব্দবন্ধ প্রয়োগে বেজায় চটেছেন শোভন চট্টোপাধ্যায়। ফেসবুকে ভিডিও বার্তায় শুভেন্দুকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন শোভন। বিরোধী দলনেতাকে বিঁধে শোভন চট্টোপাধ্যায় এদিন বলেন, ''নন্দীগ্রামে দিনের পর দিন যখন অত্যাচার চলছিল তখন তার আগে বা পরে আপনি সেখানে উপস্থিত ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনে আপনি ছিলেন? আপনি বলছেন শান্তিকুঞ্জের মাটি নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন দখল করেছেন। আপনি বিকৃত তথ্য পরিবেশন করছেন।''

আরও পড়ুন- দুর্নীতির মামলায় ফের তলব, কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ শুভেন্দুর ভাই সৌমেন্দুকে

তিনি আরও বলেন, ''এক শহিদের মা ছিলেন নন্দীগ্রামের বিধায়িকা। তাঁকে সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে দাঁড় করিয়েছিলেন। আপনাকে বিধানসভায় এনেছিলেন, মন্ত্রিসভায় এনেছিলেন। আপনি আজ সব অস্বীকার করবেন? সৃষ্টি যদি স্রস্টাকে অস্বীকার করে স্রস্টার ততে কোনও ক্ষতি হয় না। মমতা ব্যানার্জি চুপ করে আছেন বলে ভাববেন না বাংলার মানুষও চুপ করে তা সহ্য করছেন। বাংলার মানুষ ইতিহাসটা কিন্তু সম্পূর্ণ জানেন।''

আরও পড়ুন- জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু, এক আত্মীয়-সহ গ্রেফতার ৪

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে এক সময় শোভন চট্টোপাধ্যায়ও বিজেপিতে গিয়েছিলেন। তবে পরে ফের তিনি তৃণমূলেই ফিরেছেন। যদিও সক্রিয়ভাবে এখনও রাজনীতি থেকে দূরেই রয়েছেন রাজ্যের প্রাক্তন দাপুটে এই মন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও তাঁর আস্থা অটুট। শুভেন্দুর মুখ্যমন্ত্রীকে এই আক্রমণ কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন মেয়র। ফেসবুকে ভিডিও বার্তায় সেটাই এদিন স্পষ্ট করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুন- মমতাকে ‘পুতনা রাক্ষসী’ বলে আক্রমণ শুভেন্দুর, ‘লেডি কিম’ও বললেন

শুভেন্দুকে আক্রমণ শানিয়ে এদিন শোভন আরও বলেন, ''আপনার নিজের অস্তিত্ত্ব বিপন্ন হচ্ছে। তাই ব্যক্তি আক্রমণ করে বাংলায় নিজেকে বা বিজেপিকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। পায়ের তলার মাটি সরে গেলে মানুষ বিভ্রান্ত হয়। যে ভাষাগুলো প্রয়োগ করছেন তার নিন্দার ভাষা নেই। সহকর্মী ছিলাম ভাবতেও লজ্জা হচ্ছে। মানসিকতার পরিবর্তন করুন।''

tmc bjp Mamata Banerjee nandigram Suvendu Adhikari Sovon Chatterjee
Advertisment