Advertisment

'মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা অপবিত্র হয় না', মমতার ঢাল এবার শোভনদেব

এবার বাম আমলের নিয়োগ 'দুর্নীতি' নিয়ে সোচ্চার বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sovondeb stood Mamata to respond opposition's attack on recruitment corruption

এবার মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় শোভনদেব চট্টোপাধ্যায়।

উদয়ন গুহর পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পর এবার বাম আমলের নিয়োগ 'দুর্নীতি' নিয়ে সোচ্চার মমতা মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ণ সদস্য। প্রয়োজনীয নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে বহু কলেজে বেআইনিভাবে অধ্যাপকদের নিয়োগ করা হয়েছিল বলে দাবি বর্ষীয়ান তৃণমূল নেতার।

Advertisment

সাম্প্রতিক সময়ে বর্তমান শাসকদলের বিরুদ্ধে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এব্যাপারে খোদ মুখ্যমন্ত্রীকেই নিশানা করছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর মদতেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সোচ্চার বিরোধীরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হয়ে দাঁড়ালেন প্রথম দিন থেকে জোড়াফুলের সঙ্গে থাকা শোভনদেব চট্টোপাধ্যায়।

কী বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়?

'বাম আমলে পলিটেকনিক কলেজগুলিতে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়। প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে বেআইনি নিয়োগ হয়। আমার কাছে তথ্য-প্রমাণ আছে। মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা চোর হয় না। অপবিত্রও হয়ে যায় না। তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা যিনি তাঁকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন।' দলনেত্রীর পাশে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এবার পাল্টা বামেদের বিরুদ্ধেই তোলপাড় ফেলা অভিযোগ সামনে আনলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- ‘দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবাও’, বাম আমলের নিয়োগ ‘কেচ্ছা ফাঁস’ উদয়নের

এর আগে রাজ্যের আর এক মন্ত্রী উদয়ন গুহও বাম আমলের নিয়োগ 'দুর্নীতি'র অভিযোগ তুলেছিলেন। সিপিএমের সময়ে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুলেছিলেন উদয়ন। বাম আমলে রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। ফরওয়ার্ড ব্লকের নেতা কমল গুহ উদয়ন গুহর বাবা।

আরও পড়ুন- উদ্বেগ চরমে তুলে ফের বাংলায় করোনায় মৃত্যু, দেশজুড়েই আবারও ছড়াচ্ছে সংক্রমণ

বাম আমলের নিয়োগ 'কেচ্ছা' ফাঁস করতে গিয়ে উদয়ন গুহ এর আগে বলেছিলেন, ‘বাবা দলের স্বার্থেই দুর্নীতি করেছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছিল। বাবা সেই সময়ে অনেককে চাকরি করে দিয়েছেন। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না।'

West Bengal WB SSC Scam CPIM Mamata Banerjee Sovandeb Chatterjee Recruitment Scam
Advertisment