Kolkata Metro: এসপ্ল্যানেড মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং গ্রিন লাইন ২- এর সংযোগস্থল। প্রতিদিন হাজার-হাজার যাত্রী কলকাতা কিংবা হাওড়ার আশেপাশে তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুরনো এবং নতুন এসপ্ল্যানেড স্টেশন দিয়ে যাতায়াত করেন। এসপ্ল্যানেডের একটি করিডোর থেকে অন্য করিডোরে সহজে পৌঁছে যেতে এবার অভাবনীয় এক বন্দোবস্ত করেছে মেট্রোরেল।
Advertisment
মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের পাশাপাশি নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কনকোর্স এলাকায় নীল এবং সবুজ রঙের বিশেষ নির্দেশক পায়ের ছাপ বসিয়েছে। এখন পুরনো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এই ধরনের সবুজ পায়ের ছাপ বসানো হয়েছে।
সেই সঙ্গে বিশেষ নীল তীরচিহ্নগুলিও এই দুটি করিডোরের আন্তঃ সংযোগকারী প্যাসেজের সিলিং এবং সেইসঙ্গে ব্লু লাইনের কনকোর্স এলাকায় বসানো হয়েছে। পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মের মেঝে এবং কনকোর্স এলাকায় বসানো সবুজ পায়ের ছাপগুলি অনুসরণ করেন, তবে তিনি আন্তঃ সংযোগ পথ দিয়ে নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যেতে পারবেন।
একইভাবে যে কোনও যাত্রী নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পরে মেঝেতে বসানো নীল পায়ের ছাপ এবং স্টেশনের কনকোর্স এলাকায় সিলিং তিরের চিহ্নগুলি অনুসরণ করে সহজেই পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যেতে সক্ষম হবেন। এই নির্দেশক পায়ের ছাপ এবং তিরের চিহ্নগুলি সহজেই দৃশ্যমান এবং কৌশলগতভাবে এমনভাবে বসানো হয়েছে যাতে যাত্রীরা উপকৃত হন। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি দিয়ে এই তথ্যগুলি জানিয়েছেন।