Advertisment

Kolkata Metro: দুরন্ত উদ্যোগ মেট্রোরেলের! যাত্রীদের সুবিধায় বাম্পার ব্যবস্থা! ফাটাফাটি পদক্ষেপ চর্চায়!

Metro Railway: যাত্রীদের সুবিধার্থে এবার কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ দারুণ একটি পদক্ষেপ করেছে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের সুবিধার্থে এমন অভাবনীয় তৎপরতার কথা নিজে বিবৃতি দিয়ে মেট্রোরেলের তরফে জানিয়েছেন। অভূতপূর্ব এই তৎপরতার জেরে উপকৃত হবেন কাতারে-কাতারে যাত্রী।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
special indicative footprints on platforms and arrow marks on ceiling installed at esplanade

Kolkata Metro: দুরন্ত তৎপরতা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

Kolkata Metro: এসপ্ল্যানেড মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং গ্রিন লাইন ২- এর সংযোগস্থল। প্রতিদিন হাজার-হাজার যাত্রী কলকাতা কিংবা হাওড়ার আশেপাশে তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুরনো এবং নতুন এসপ্ল্যানেড স্টেশন দিয়ে যাতায়াত করেন। এসপ্ল্যানেডের একটি করিডোর থেকে অন্য করিডোরে সহজে পৌঁছে যেতে এবার অভাবনীয় এক বন্দোবস্ত করেছে মেট্রোরেল।

Advertisment

মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের পাশাপাশি নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কনকোর্স এলাকায় নীল এবং সবুজ রঙের বিশেষ নির্দেশক পায়ের ছাপ বসিয়েছে। এখন পুরনো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এই ধরনের সবুজ পায়ের ছাপ বসানো হয়েছে।

আরও পড়ুন- Eastern Railway: সব গণ্ডি তুলে দিল পূর্ব রেল! যাত্রী স্বার্থে যুগান্তকারী তৎপরতার ভূয়সী প্রশংসা

সেই সঙ্গে বিশেষ নীল তীরচিহ্নগুলিও এই দুটি করিডোরের আন্তঃ সংযোগকারী প্যাসেজের সিলিং এবং সেইসঙ্গে ব্লু লাইনের কনকোর্স এলাকায় বসানো হয়েছে। পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মের মেঝে এবং কনকোর্স এলাকায় বসানো সবুজ পায়ের ছাপগুলি অনুসরণ করেন, তবে তিনি আন্তঃ সংযোগ পথ দিয়ে নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যেতে পারবেন।

publive-image
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ এই ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষের।

আরও পড়ুন- Cyclone: শিয়রেই ঘূর্ণিঝড়? আবারও লণ্ডভণ্ড বাংলা? উত্তরটা দিয়েই দিল মৌসম ভবন

একইভাবে যে কোনও যাত্রী নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পরে মেঝেতে বসানো নীল পায়ের ছাপ এবং স্টেশনের কনকোর্স এলাকায় সিলিং তিরের চিহ্নগুলি অনুসরণ করে সহজেই পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যেতে সক্ষম হবেন। এই নির্দেশক পায়ের ছাপ এবং তিরের চিহ্নগুলি সহজেই দৃশ্যমান এবং কৌশলগতভাবে এমনভাবে বসানো হয়েছে যাতে যাত্রীরা উপকৃত হন। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি দিয়ে এই তথ্যগুলি জানিয়েছেন।

kolkata metro Metro Service Metro
Advertisment