SIR: অবশেষে বিহারের পর বাংলাতেও SIR? বিরাট সিদ্ধান্ত কমিশনের, দিনক্ষণের ঘোষণা শীঘ্রই

Election Commission: অক্টোবর থেকেই সারা দেশে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision – SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) নির্দেশ দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য।

Election Commission: অক্টোবর থেকেই সারা দেশে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision – SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) নির্দেশ দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
opposition protest sir delhi,bihar sir,rahul gandhi,west bengal news,bengali news today,kolkata news,mamata banerjee,congress,tmc,bjp,এসআইআর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অবশেষে বিহারের পর বাংলাতেও SIR?

Election Commission: অক্টোবর থেকেই সারা দেশে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision – SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) নির্দেশ দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। বেশিরভাগ রাজ্যই সেপ্টেম্বরের শেষে প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছে কমিশন।

Advertisment

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে যে ভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই গোটা দেশে এই প্রক্রিয়া চালানো হবে। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভোট প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করছে কমিশন। 

বুধবার কমিশনের পক্ষ থেকে সারা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিনভর বৈঠক করা হয়। বৈঠকে কমিশনের সিনিয়র আধিকারিকরা বিশেষ সংশোধনী প্রক্রিয়ার খুঁটিনাটি তুলে ধরেন। পাশাপাশি বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক নিজের রাজ্যে এই প্রক্রিয়া বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করেন।

Advertisment

নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের পর এবার গোটা দেশে বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যকর হবে। আগামী বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। অন্যদিকে, অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে ভোট হওয়ার কথা। ফলে সংশোধিত ভোটার তালিকা নিয়ে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন।

এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় মূলত অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। জন্মস্থান যাচাই করে প্রতিটি ভোটারের তথ্য খতিয়ে দেখা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই অভিযান চালানো হবে যাতে কোনও ভুয়ো নাম তালিকায় না থাকে এবং ভোটার তালিকা একেবারেই নির্ভুল হয়।

আরও পড়ুন- রাজ্য সরকারি কর্মচারীদের ফের উপহার মমতার, এবার পুজোর আগেই বড় চমকের ঘোষণা

election commission