Advertisment

Eastern Railway: যাত্রী স্বার্থে অকল্পনীয় উদ্যোগ রেলের, তুফানি যাত্রার দুরন্ত বন্দোবস্ত জানলে তাজ্জব হবেনই

Eastern Railway: একাধিক দূরপাল্লার ট্রেনেই মিলবে এই সুবিধা। যাত্রীদের স্বার্থে এর আগেও বেশ কিছু পদক্ষেপ করতে দেখা গিয়েছে পূর্ব রেলকে। তবে এবার যে উদ্যোগ গ্রহণ করেছে রেল, তা নিয়ে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Speed ​​of several long distance trains of Eastern Railway increased from 110 km to 130 km, একাধিক দূরপাল্লার ট্রেনের গতি বাড়াল পূর্ব রেল

Eastern Railway: ফের এক দুরন্ত কীর্তি রেলের।

Eastern Rail: এখন থেকে বেশ কিছু ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টা প্রতি ১১০ কিলোমিটারের পরিবর্তে ১৩০ কিলোমিটার করতে চলেছে পূর্ব রেল। এর মধ্যে বেশ কয়েকটি ট্রেন এরাজ্য থেকেও ছেড়ে যায়। এবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধির জেরে যাত্রার সময়ও বেশ খানিকটা কমবে। ট্রেন গুলির এই উচ্চতর গতি খুব শীঘ্রই বাস্তবায়িত করা হবে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে দেওয়া বিবৃতিতে। সেই বিবৃতিতে কোন কোন ট্রেনের গতি বাড়ানো হচ্ছে সেব্যাপারে বিশদে জানানো হয়েছে।

Advertisment

পূর্ব রেলের তরফে দেওয়া বিবৃতি:

পূর্ব রেলওয়ে ক্রমাগত তার পরিষেবা উন্নত করার জন্য আধুনিকীকরণের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এল.এইচ.বি কোচগুলির অন্তর্ভুক্তি সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। FIAT বগিগুলি এই কোচগুলিকে উচ্চ গতিতে চালাতে সক্ষম করছে। যাত্রাপথকে আরও মসৃণ করে তুলছে। এল.এইচ.বি কোচগুলি আধুনিক প্রযুক্তিতে নির্মিত। এই কোচ যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং নিরাপদ। এই কোচগুলি লম্বা, হালকা, এবং উচ্চ গতির জন্য উপযুক্ত, যার ফলে যাত্রার মান উন্নত হয় এবং রক্ষণাবেক্ষণ খরচ কম হয়।

সম্প্রতি পূর্ব রেলওয়ের বিভিন্ন রুটে এল.এইচ.বি কোচ যুক্ত করা হয়েছে, যা যাত্রীদের জন্য উন্নত আসন, ভাল বায়ুচলাচল এবং স্থিতিশীল যাত্রার সুবিধা প্রদান করে। এই আপগ্রেডেশন যাত্রীদের যাত্রা আরও নিরাপদ, সুবিধাজনক এবং আরামদায়ক করে তুলেছে।

আরও পড়ুন- Motivational Story: সবুজ বাঁচাতে এ এক অভূতপূর্ব পন্থা! মহতী উদ্যোগকে কুর্ণিশ পরিবেশপ্রেমীদের

আপগ্রেডেড ট্রেনগুলির মধ্যে রয়েছে :

12361/62 আসানসোল - ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সাপ্তাহিক ) এক্সপ্রেস:

- ঘণ্টায় ১৩০ কিমি সর্বাধিক গতিতে ছুটবে এই ট্রেন। ২২ এল.এই.চবি কোচের সাথে নিরাপদ ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে এই ট্রেন। FIAT বগি দেবে উন্নত নিরাপত্তা।

12375/76 টাটানগর - জাসিদিহ এসএফ এক্সপ্রেস:

ঘণ্টায় ১৩০ কিমি সর্বাধিক গতিতে ছুটবে এই ট্রেন। ২২ এল.এই.চবি কোচের সাথে নিরাপদ ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে।

আরও পড়ুন- Bhangar: কিছুতেই সারছে না প্রাণঘাতী ‘রোগ’! এবার চোর সন্দেহে গণপিটুনির বলি প্রৌঢ়

13287/88 দুর্গ - আরা এক্সপ্রেস:

এটিও ১৩০ কিমি প্রতি ঘণ্টা সর্বাধিক গতিতে চালানো হবে। ২৩ এলএইচবি কোচের সাথে নিরাপদ ও সুবিধাজনক যাত্রার সুযোগ। FIAT বগির সাথে মিলবে উন্নত নিরাপত্তা।

22843/44 সম্বলপুর - পাটনা এসএফ এক্সপ্রেস :

১৩০ কিমি প্রতি ঘণ্টা সর্বাধিক গতিতে ছুটবে এই ট্রেনটিও।

18419/20 পুরী - জয়নগর (সাপ্তাহিক) এক্সপ্রেস:

১৩০ কিমি প্রতি ঘণ্টা সর্বাধিক গতিতে ছুটবে এই ট্রেন। ২৩ এলএইচবি কোচের সাথে নিরাপদ ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে। এই ট্রেনেও FIAT বগির সাথে উন্নত নিরাপত্তা মিলবে।

18449/50 পুরী - পাটনা বৈদ্যনাথধাম এক্সপ্রেস:

১৩০ কিমি প্রতি ঘণ্টা সর্বাধিক গতিতে ছুটবে ট্রেন। FIAT বগি দেবে আধুনিক নিরাপত্তা।

একইভাবে 15047/48 কলকাতা - গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, 15049/50 কলকাতা - গোরখপুর এক্সপ্রেস, 15051/52 কলকাতা - গোরখপুর এক্সপ্রেস নির্দিষ্ট বিভাগগুলিতে ১১০ কিমি প্রতি ঘণ্টায় ছুটবে।

উল্লিখিত এই ট্রেনগুলি এলএইচবি কোচ এবং FIAT বগির সাথে চলবে, যা দ্রুততর যাত্রা সময়, উন্নত আরাম এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য প্রদান করবে যাত্রীদের।

indian railway Eastern Railway Train
Advertisment