এসএসসির নিয়োগ নিয়ে চরম দুর্নীতি বিতর্কের মধ্যেই হঠাৎই স্কুলল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার। ইতিমধ্যেই তিনি শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনের কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
চলতি বছর জানুয়ারিতে এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন সিটি কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার। কিন্তু, মাত্র চার মাসের মধ্যেই দায়িত্ব ছাড়লেন তিনি।
সিদ্ধার্থ মজুমদারের আগে এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন শুভঙ্কর সরকার। কিন্তু তাঁর বিরুদ্ধে নিয়ম অবৈধভাবে একাধিক নিয়োগের অভিযোগ ছিল। শুভঙ্করবাবুকে 'অযোগ্য' ব্যক্তি বলেও তোপ দেগেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই তড়িঘড়ি তাঁরে সরিয়ে সিদ্ধার্থবাবুকে চেয়ারম্যান পদে বসানো হয়েছিল।
সূত্রের খবর, দুর্নীতির অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী এসএসসি-র সব পদ ঢেলে সাজাতে চাইছেন। পদাধিকারীদের বদলের পক্ষে তিনি। সরকারের সিদ্ধান্ত, চেয়ারম্যান পদে কোনও প্রশাসনিক আধিকারিককে বসানো হবে। আর তার জেরেই মাত্র চার মাস আগে চেয়ারম্যান পদে বসা অধ্যাপক মজুমদার ক্ষুব্ধ হয়েছেন। তার ফলে এসএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন তিনি। একাংশের মতে অবশ্য, সরকারের তরফেই সিদ্ধার্থ মজুমদারকে পদত্যাগ করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে শিক্ষা মিশনের ডিরেক্টর তথা আইএএস অফিসার শুভ্র চক্রবর্তী।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। শুনানি চলাকালীন মঙ্গলবার এই সংক্রান্ত তথ্য ভার্চুয়ালি এজলাসে জানান কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ সরকার।
উল্লেখ্য, কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের সময় এসএসসি নিয়োগ দুর্নীতির সংক্রান্ত মামলায় সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে। যা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন- SSC নিয়োগ দুর্নীতি মামলা: নিজাম প্যালেসের সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়
আরও পড়ুন- শুভেন্দুর নিশানায় পার্থ, ‘SSC কেলেঙ্কারি স্বাধীনতার পর সব চেয়ে বড় দুর্নীতি’
আরও পড়ুন- শাস্তি হোক দুর্নীতিগ্রস্তদের, তবে নিয়োগ যেন বন্ধ না হয়, দাবি SSC-র আন্দোলনকারীদের