SSC-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে জট আরও বাড়ল। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করলেন দুর্নীতিতে অভিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন SSC-র প্রাক্তন উপদেষ্টা। শুক্রবারই ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে এই মামলার।
উল্লেখ্য, SSC-র গ্রুপ ডি পদে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ব্যাপারেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সিঙ্গল বেঞ্চ জানায়, স্কুলে গ্রুপ-ডি পদে নিয়োগে অধিকাংশ ক্ষেত্রেই SSC-র সেই সময়ের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ মেনে কাজ হয়েছে।
বিষয়টি সম্পর্কে আদালতের কাছে প্রয়োজনীয় সব তথ্য রয়েছে বলেও গতকাল জানিয়েছিলেন বিচারপতি। সেই কারণেই বৃহস্পতিবারের মধ্যে SSC-র প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল রাত ১২ টার মধ্যে অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- আগামিকাল ২ এপ্রিল থেকে শুরু উচ্চ মাধ্যমিক, এই প্রথম হোম সেন্টারেই পরীক্ষা
তবে সিবিআই তলব করলেও সন্ধেয় যাননি শান্তিপ্রসাদ সিনহা। তারপর রাত ১১টা নাগাদ নিজাম প্যালেসে গিয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাত পর্যন্ত লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। SSC-র গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। কার নির্দেশ মেনে নিয়োগ হয়েছে সেব্যাপারে তাঁর কাছ থেকে তথ্য চেয়েছেন তদন্তকারী অফিসাররা।
এবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করলেন SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুক্রবারই মামলার দ্রুত শুনানির সম্ভাবনা।