/indian-express-bangla/media/media_files/2025/08/25/rahul-gandhi-2025-08-25-12-01-50.jpg)
SSC চাকরি দুর্নীতি, পুলিশের লাঠিচার্জ! সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল গান্ধী
Rahul Gandhi On SSC: দিল্লির রামলীলা ময়দানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজধানী। স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী সেখানে বিক্ষোভে শামিল হয়। আন্দোলনের সময় বহু শিক্ষার্থীকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর সোমবার (২৫ আগস্ট) কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
रामलीला मैदान में शांतिपूर्ण प्रदर्शन कर रहे SSC अभ्यर्थियों और शिक्षकों पर बर्बर लाठीचार्ज - शर्मनाक ही नहीं, एक डरपोक सरकार की पहचान है।
— Rahul Gandhi (@RahulGandhi) August 25, 2025
युवाओं ने सिर्फ़ अपना हक़ मांगा था - रोज़गार और न्याय। मिली क्या? लाठियां।
साफ़ है - मोदी सरकार को न देश के युवाओं की चिंता है, न उनके…
রাহুল গান্ধী ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, রামলীলা ময়দানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষকদের উপর নৃশংস লাঠিচার্জ কেবল লজ্জাজনকই নয়, এটি এক সরকারের কাপুরুষতার প্রমাণ। যুবকরা শুধু তাদের ন্যায্য অধিকার—কর্মসংস্থান ও ন্যায়বিচার—চেয়েছিল, অথচ তার বদলে পেয়েছে লাঠির আঘাত। তাঁর অভিযোগ, মোদী সরকার দেশের যুবসমাজ বা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় কারণ এই সরকার জনগণের ভোটে নয়, বরং ভোট চুরি করে ক্ষমতায় এসেছে।
তিনি আরও বলেন, “প্রথমে তারা তোমাদের ভোট চুরি করবে, এরপর পরীক্ষা, তারপর চাকরি, শেষে অধিকার ও কণ্ঠস্বরও কেড়ে নেবে। যুবসমাজ, কৃষক, দরিদ্র, বহুজন ও সংখ্যালঘু—কাউকেই এরা অগ্রাধিকার দেয় না। এখন সময় এসেছে ভয় নয়, বরং সাহস নিয়ে লড়াই করার।”
दिल्ली के रामलीला मैदान में प्रदर्शन कर रहे SSC छात्रों पर पुलिस बल प्रयोग अमानवीय और शर्मनाक है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 25, 2025
हर परीक्षा में धांधली, हर भर्ती में घोटाला और पेपर लीक से पूरे देश के युवा त्रस्त हैं। भाजपा राज में भर्ती प्रक्रियाओं और परीक्षाओं में व्याप्त भ्रष्टाचार युवाओं का भविष्य बर्बाद…
অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী এক্স-এ (পূর্বতন টুইটার) পোস্ট করে বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর দাবি, দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর পুলিশি বলপ্রয়োগ অমানবিক ও লজ্জাজনক। প্রতিটি পরীক্ষায় কারচুপি, নিয়োগে কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশের তরুণরা দিশেহারা। বিজেপি শাসনে নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ভবিষ্যৎ ধ্বংস করছে। অথচ সমস্যার সমাধান না করে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা দিল্লির রামলীলা ময়দানে এসএসসির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।
আরও পড়ুন- কেন তড়িঘড়ি পদত্যাগ করলেন জগদীপ ধনখড়? শেষমেষ 'আসল' কারণটা প্রকাশ্যে আনলেন অমিত শাহ