Amit Shah Interview: কেন তড়িঘড়ি পদত্যাগ করলেন জগদীপ ধনখড়? শেষমেষ 'আসল' কারণটা প্রকাশ্যে আনলেন অমিত শাহ

Amit Shah Interview: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণণের নাম সমর্থন করে শাহ বলেন, রাষ্ট্রপতি যদি পূর্ব থেকে, প্রধানমন্ত্রী উত্তর-পশ্চিম থেকে আসতে পারেন, তবে উপরাষ্ট্রপতি দক্ষিণ ভারত থেকে হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও যোগ করেন, রাধাকৃষ্ণণের দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাংবিধানিক অভিজ্ঞতা তাঁকে যোগ্য প্রার্থী করে তুলেছে।

Amit Shah Interview: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণণের নাম সমর্থন করে শাহ বলেন, রাষ্ট্রপতি যদি পূর্ব থেকে, প্রধানমন্ত্রী উত্তর-পশ্চিম থেকে আসতে পারেন, তবে উপরাষ্ট্রপতি দক্ষিণ ভারত থেকে হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও যোগ করেন, রাধাকৃষ্ণণের দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাংবিধানিক অভিজ্ঞতা তাঁকে যোগ্য প্রার্থী করে তুলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah Interview

কেন তড়িঘড়ি পদত্যাগ করলেন জগদীপ ধনখড়! শেষমেষ 'আসল' কারণটা প্রকাশ্যে আনলেন অমিত শাহ

Amit Shah Interview: সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ১৩০তম সাংবিধানিক সংশোধনী বিল, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ এবং আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে খোলাখুলি তাঁর মতামত প্রকাশ করেছেন। অমিত শাহ স্পষ্ট জানান, তিনি এবং তাঁর দল বিজেপি কোনওভাবেই এই ধারণাকে সমর্থন করেন না যে, জেলে থেকেও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দেশ বা রাজ্য চালাতে  পারেন। তাঁর প্রশ্ন, “একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনও নেতা কি জেল থেকে দেশ চালাতে পারেন? এটি গণতন্ত্রের মর্যাদার পরিপন্থী।”

Advertisment

আরও পড়ুন- SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপার অ্যাকশনে ED! তৃণমূল বিধায়কের বাড়ি-শ্বশুরবাড়িতে হানা

অমিত শাহ বলেন, দেশের স্বার্থে ১৩০তম সাংবিধানিক সংশোধনী অত্যন্ত জরুরি। এই বিল অনুসারে যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেলে থাকেন এবং জামিন না পান, তবে তাঁকে পদত্যাগ করতে হবে। এপ্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, গুজরাটে তাঁর নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি নিজেই তৎকালীন মন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন'।

Advertisment

শাহ জানান, নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর মতো এনডিএ মিত্ররা এই বিলের পক্ষে মত দিয়েছেন। তবে সংসদে বিরোধীদের হট্টগোলের কারণে তাঁদের মত প্রকাশের সুযোগ হয়নি। তিনি বলেন, “বিলটি যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠানো হয়েছে। এখানে সব দলের মতামত শোনা হবে। বিরোধীরা যদি অংশগ্রহণ না করে, তবে সেটি একান্তই তাঁদের দায়িত্ব।”

এপ্রসঙ্গে তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে বিরোধীদের তীব্র নিশানা করেন।  তিনি বলেন, 'দুর্নীতির মামলায়  জেলে থেকেও কেজরিওয়াল পদত্যাগ করেননি। আবার কংগ্রেসও অতীতে দোষী সাব্যস্ত সাংসদদের বাঁচাতে অর্ডিন্যান্স এনেছিল। অথচ সেই অর্ডিন্যান্স রাহুল গান্ধী প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন। এখন আবার লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন, এটিকে শাহ দ্বিচারিতা বলে 'আখ্যা' দেন।

আরও পড়ুন-অগ্নিমূল্য সবজির দর,'ছুলেই ছ্যাকা'!কবে মিলবে সুরাহা? রইল বিরাট আপডেট

শাহ প্রশ্ন তোলেন, “একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি জেল থেকে দেশ চালাতে পারেন? শাহ প্রশ্ন তোলেন এটা কি গণতান্ত্রিক মর্যাদার পরিপন্থী?” তিনি স্পষ্ট করে দেন, বিজেপি কখনওই এই ধারণার সঙ্গে একমত নয়,যে কারাগার থেকেই সরকার চালানো সম্ভব।

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়েও শাহ মন্তব্য করেন। তিনি বলেন, ধনখড় সাংবিধানিক পদে থেকে যথাযথ দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত ও স্বাস্থ্যগত সমস্যার কারণেই তিনি পদত্যাগ করেছেন। বিরোধীদের দাবি যে তিনি “গৃহবন্দী” ছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা।

শাহের বক্তব্য, “ধনখড়ের পদত্যাগপত্রেই স্পষ্টভাবে উল্লেখ আছে যে তিনি স্বাস্থ্যগত সমস্যার কারণে সরে দাঁড়িয়েছেন। অযথা হট্টগোল সৃষ্টি করা ঠিক নয়।”উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণণের নাম সমর্থন করে শাহ বলেন, রাষ্ট্রপতি যদি পূর্ব থেকে, প্রধানমন্ত্রী উত্তর-পশ্চিম থেকে আসতে পারেন, তবে উপরাষ্ট্রপতি দক্ষিণ ভারত থেকে হওয়াটাই স্বাভাবিক।

আরও পড়ুন-গর্ভবতী স্ত্রীকে নৃশংস খুন! দেহ টুকরো টুকরো নদীতে ভাসিয়ে দিল স্বামী, হাড়হিম ঘটনায় তোলপাড় দেশ

তিনি আরও যোগ করেন, রাধাকৃষ্ণণের দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাংবিধানিক অভিজ্ঞতা তাঁকে যোগ্য প্রার্থী করে তুলেছে। এছাড়া ইন্ডিয়া অ্যালায়েন্স প্রার্থী ও প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে আক্রমণ করে শাহ বলেন, তাঁর সিদ্ধান্তের কারণেই নকশালবাদ দুই দশক ধরে টিকে রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “রাহুল গান্ধী কেন এমন একজন প্রার্থীকে সমর্থন করছেন যিনি নকশালদের রক্ষা করেছিলেন?”

amit shah