SSC Verdict: চাকরি বহাল রইল সোমার, তবুও সুপ্রিম রায়ে খুশি নন ক্যানসার আক্রান্ত শিক্ষিকা

SSC recruitment case verdict: ২০১৬ সালের এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। শুধুমাত্র সোমার চাকরি বহাল থাকল। এই রায়ে যোগ্যদের কথা ভেবে বিষাদে ভারাক্রান্ত সোমার মন।

SSC recruitment case verdict: ২০১৬ সালের এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। শুধুমাত্র সোমার চাকরি বহাল থাকল। এই রায়ে যোগ্যদের কথা ভেবে বিষাদে ভারাক্রান্ত সোমার মন।

author-image
Ashis Kumar Mondal
New Update
SSC case verdict: নিজের চাকরি বহাল থাকলেও যোগ্যদের কথা ভেবে বিষন্ন সোমা দাস

SSC case verdict: নিজের চাকরি বহাল থাকলেও যোগ্যদের কথা ভেবে বিষন্ন সোমা দাস

SSC recruitment case verdict: প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছেন সোমা দাস। সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি গিয়েছে। তবে সোমার চাকরি রয়ে গিয়েছে। তবুও সুপ্রিম কোর্টের রায়ে খুশি নন সোমা দাস। তাঁর দাবি, যোগ্যদের চাকরি যাওয়া ঠিক হয়নি।

Advertisment

সোমা দাস। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি এলাকায়। চাকরিতে দুর্নীতির অভিযোগে দিনের পর দিন কলকাতার খোলা আকাশের নিচে আন্দোলন করেছিলেন ক্যানসার আক্রান্ত সোমা দাস। খবর পেয়ে তাঁকে আদালতে ডেকে পাঠান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মানবিক দিক থেকে সোমা দাসকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দেন। এরপরেই বীরভূমের নলহাটির মধুরা হাইস্কুলের বাংলার শিক্ষিকা হিসাবে কাজে যোগ দেন সোমা দাস। চাকরি করলেও এদিন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাঁর নজর ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এ দিন সুপ্রিম কোর্ট  প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে। কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। নিজের চাকরি থাকলেও এই রায় শুনে খুশি নন তিনি। তিনি জানালেন, এই রায় কোনওকালেই কাম্য ছিল না। 

২০১৬ সালের এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। শুধুমাত্র সোমার চাকরি বহাল থাকল। এই রায়ে যোগ্যদের কথা ভেবে বিষাদে ভারাক্রান্ত সোমার মন। তিনি বলেন, ‘এই রায় কোনওদিন কাম্য ছিল না। প্যানেলের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই কোনও অভিযোগ ছিল না। কিন্তু সঠিক তথ্য কমিশনের কাছে ছিল না। এক এক সময়ে এক এক রকম তথ্য আদালতে দেওয়া হয়েছে। সঠিক তথ্য না মেলার কারণেই হয়তো এই রায়, যা কোনও ভাবেই কাম্য নয়। অনেকের পরিবার এই চাকরির ভরসায় চলে। যাঁরা দুর্নীতি করে চাকরি পাননি, তাঁরা আবার কঠিন সংগ্রামের মধ্যে পড়লেন। যোগ্যদের চাকরি বহাল থাকলে ভাল হত।’

আরও পড়ুন 'সরকার কিছু না বলা পর্যন্ত স্কুলে আসব, স্বামীরও তো চাকরি গেল', হতাশ বিজ্ঞানের 'দিদিমণি'

Advertisment

উল্লেখ্য, ২০১৬ সালে সোমা এসএসসি পরীক্ষায় বসেছিলেন। মেধা তালিকাতে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি, এই অভিযোগ করেছিলেন। সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। চাকরির দাবিতে রাজপথে ধর্নাতেও বসেছিলেন ক্যানসার আক্রান্ত সোমা। তিনি ক্যান্সারে আক্রান্ত এই বিষয়টি জানতে পেরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে ‘অনুরোধ’ করেছিলেন সোমাকে চাকরি দেওয়ার জন্য। ২০২২ সালে সোমাকে চাকরির সুপারিশপত্র দিয়েছিল কমিশন।

WB SSC Scam SSC recruitment SSC Recruitment Case Verdict