WB SSC Recruitment Case News: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এবার বড়সড় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবে তাঁর সরকার, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শীর্ষ আদালত থেকে নেতিবাচক কোনও উত্তর মিললেও তাঁর 'বিকল্প রাস্তা'ও খোলা আছে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবেন তিনি। সুপ্রিম কোর্টের তরফে নেতিবাচক কোনও উত্তর পেলে চাকরিহারা যোগ্যদের জন্য তিনি বিকল্প ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, সরকারের কাছ থেকে কোনও নোটিশ না পাওয়া পর্যন্ত চাকরিহারাদের স্বেচ্ছা পরিষেবা দিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "সুপ্রিম কোর্ট যদি কিছু না করে, যোগ্যদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি কোনও রাগ নেই, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ীই করব। যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। আমাদের প্ল্যান এ থেকে ই রেডি আছে। যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না। আপনাদের কোনও শিক্ষকদের বরখাস্ত করা হয়নি। আপনারা আপনাদের কাজ করুন। আপনাকে কাজ করতে কে বারণ করেছে? আপনারা স্কুলে যাবেন না? বাচ্চাদের ক্লাস নেবেন না? স্বেচ্ছায় সার্ভিস কিন্তু সবাই দিতে পারে।"
আরও পড়ুন- SSC Recruitment Case Verdict: SSC-রায়ে সাময়িক পরিবর্তনের আবেদন, সুপ্রিম কোর্টে আর্জি দাখিল মধ্যশিক্ষা পর্ষদ