/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/supreme-court.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
WB SSC Recruitment Case News: সুপ্রিম কোর্টে নয়া আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। SSC মামলার রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। আজই আবেদন দাখিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি প্রার্থনা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই শিক্ষাবর্ষ পর্যন্ত অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত না হওয়া চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি প্রার্থনা করেছে পর্ষদ। একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুলে-স্কুলে দারুণ সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে পর্ষদ।
গত বৃহস্পতিবার বেনজির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যদিও এর আগে কলকাতা হাইকোর্টও এই একই রায় দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন চাকরিপ্রাপকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে।
একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় জেলায়-জেলায় স্কুলগুলিতে শিক্ষকদের দারুণ সংকট তৈরি হয়েছে। স্কুল চালানো নিয়েই দারুণ সমস্যায় পড়ে গিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে লেখাপড়া শিকেয় ওঠার জোগাড় হয়েছে। স্কুলের ক্লাসগুলি চালিয়ে যাওয়া নিয়েই বড়সড় সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি মামলার রায়ে সাময়িক পরিবর্তন চেয়েছে পর্ষদ। এই শিক্ষাবর্ষ পর্যন্ত অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত না হওয়া চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।
আরও পড়ুন-West Bengal News Live:'চাকরিহারাদের শোকে আমি পাথর', চাকরিচ্যুতদের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী