SSC Verdict News: সোমবার সাতসকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে তুলকালাম কাণ্ড। দুপুরে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে নেতাজি ইন্ডোরে ঢোকা নিয়ে চাকরিহারাদের দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। বৈঠকে ঢোকার 'পাস' বিক্রি হয়েছে বলে অভিযোগ চাকরিহারাদের একাংশের। এদিন তুমুল অশান্তি সামাল দিতে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছে পুলিশকে।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবারই এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছিল। চাকরিহারাদের সঙ্গে আজ দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকে ঢোকা নিয়েই তুমুল অশান্তিতে জড়াল চাকরিহারাদের দু'পক্ষ।
বৈঠকে ঢোকার 'পাস' নিয়ে কালোবাজারি হয়েছে বলে অভিযোগ চাকরিহারাদের একাংশের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "অনেক লোক চলে এসেছে। আমরা অন্য গেট দিয়ে ঢোকানোর চেষ্টা করছি। পাস কারা দিয়েছে সেটা আগে দেখতে হবে।" এরই পাশাপাশি ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, যাদের কাছে 'পাস' নেই তাদের শান্ত হয়ে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন- Ramnavami: রামনবমীর শোভাযাত্রা ফেরার সময় হামলার অভিযোগ সুকান্তর, কী বলল পুলিশ?
জানা গিয়েছে, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের এই বৈঠকের জন্য যে 'পাস' দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে 'আমরা যোগ্য'। এই 'পাস' নিয়েই রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। এদিন অনেকেই নিজেদের OMR শিট কিংবা নিয়োগপত্রের প্রতিলিপি নিয়ে এসেছিলেন। সেই OMR শিট এবং প্রতিলিপি তাঁদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ কয়েকজনের।
আরও পড়ুন- West Bengal News Live: মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগেই উত্তেজনা, নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ
সোমবার সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে চাকরিহারাদের দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। চাকরিহারাদের একপক্ষের অভিযোগ, ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে 'পাস' অবৈধ বিক্রি করে দেওয়া হয়েছে। যোগ্য অনেক চাকরিপ্রাপক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢোকার সুযোগ পাচ্ছেন না বলে তাঁদের দাবি। চাকরিহারাদের মধ্যে এই মারামারি ঠেকাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে।