/indian-express-bangla/media/media_files/2025/06/10/P6dxYOotFZPt3g0BJQdn.jpg)
SSC recruitment scam: চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলনে শিক্ষক-শিক্ষিকারা।
Letter to President: চাকরি ফেরতের দাবিতে এবার রাষ্ট্রপতিকে চিঠি 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের। চাকরি ফেরতের দাবিতে টানা ৩৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। ইতিমধ্যেই কয়েক দফায় রাজ্য সরকারের সঙ্গে তাঁদের আলোচনাও হয়েছে। তবে তাতেও কাটেনি জট। চাকরি ফেরতের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি ও ইমেইল চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের।
মঙ্গলবার চাকরিহারা শিক্ষক মিজাউল হোসেন বলেন, "আজ আাদের আন্দোলনের ৩৫তম দিন। রাষ্ট্রপতিকে আমাদের দাবি-দাওয়া, ইমেইল ও চিঠি মারফত জানাব। আমরা যোগ্য হয়েও শাস্তি পেয়েছি। আমাদের সম্মান নষ্ট হচ্ছে, পরিবার দুর্ভোগে পড়েছে। তাই রাষ্ট্রপতির কাছে এবার ন্যায়বিচার চাইছি। রাষ্ট্রপতি হয় আমাদের এই শাস্তি থেকে মুক্তি দিন, তা না হলে আমাদের স্বেচ্ছা-মৃত্যুতে অনুমোদন দিন।"
এদিন চাকরিহারা ওই শিক্ষক আরও বলেন, "এই যন্ত্রণা গত এক বছর ধরে ভোগ করছি। নির্দোষ হওয়া সত্ত্বেও আমরা সামাজিক যন্ত্রণার পাশাপাশি মানসিক যন্ত্রণাও ভোগ করে চলেছি। ইতিমধ্যেই আনাদের দুই সহকর্মী মারা গিয়েছেন। অনেকেই আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছেন। প্রত্যেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। রাষ্ট্রপতিকে আবেদন, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। রায় পুনর্বিবেচনা করা হোক।"
আরও পড়ুন- Kolkata News Live Update: দিল্লিতে আজ মোদীর সঙ্গে বৈঠক অভিষেকের, কী নিয়ে আলোচনা? তুঙ্গে চর্চা!
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে SSC। তবে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দিয়েছেন, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না। নতুন করে পরীক্ষায় না বসেই যাতে তাঁদের চাকরিতে বহাল রাখা যায় সেই ব্যবস্থা করতে রাজ্য সরকারকে বারবার আবেদন জানিয়েছেন তাঁরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করেছেন।