scorecardresearch

ধোপে টিকল না জামিন ‘আবদার’, SSC কাণ্ডে এবার পার্থ CBI হেফাজতে

পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিল সিবিআই।

ssc scam case partha chatterjee updates
আদালতে পেশ পার্থ চট্টোপাধ্যায়কে।

এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতির তদন্তে এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিল সিবিআই। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। এমনই নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আাদালতের। আদালতে এদিন ফের জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতিতে দায় এড়িয়ে ফের জামিন চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। ‘আমি অসুস্থ। ২৮টি ওষুধ খাই। ইডি দু’মাস ধরে জেলে রেখেছে। এখন সিবিআই হেফাজতে চাইছে।’ পার্থর কোনও আবেদনই কানেই তুললেন না বিচারক।

পার্থর জীবনে এ যে গোদের উপর বিষফোঁড়া! একা ইডি-তে রক্ষে নেই, এবার দোসর সিবিআই। এসএসসি দুর্নীতি তদন্তে এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আলিপুরের সিবিআই বিশেষ আদলত আগেই পার্থকে জেরার আবেদন মঞ্জুর করেছিল। আজ তাতে সিলমোহর দিল আদালত।

এদিন ঘণ্টাখানেক ধরে চলে সওয়াল-জবাব পর্ব। জামিনের আবেদন করে এদিন পার্থ চট্টোপাধ্যায় নিজের ও তাঁর পরিবারের বাকিদের শিক্ষাগত যোগ্যতারও উল্লেখ করেছেন। তিনি এদিন বলেন, ”রামকৃষ্ণ মিশনের ছাত্র আমি। এমবিএ, ডক্টরেট করেছি। আমার পরিবারের বাকিরাও সবাই উচ্চশিক্ষিত।”

এর আগে বুধবারও একইভাবে জামিনের কাতর আবেদন করেছিলেন পার্থ। এমনকী বিচারকের সামনে সেদিন কেঁদে ভাসিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়ার আবেদন করেছিলেন পার্থ। শারীরিক একাধিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান বিচারককে। যদিও পার্থর আবেদনে সেদিন সাড়া দেননি বিচারক। ফের তাঁকে জেলেই পাঠানো হয়েছে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে এই কেন্দ্রীয় সংস্থাটিও। এবার ‘চাকরি বিক্রি’-র তদন্তে পার্থকে জেরা করবে সিবিআই।

এদিকে, বৃহস্পতিবারই এসএসসি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গতকাল তাঁকে গ্রেফতার করে সিবিআই। এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও এদিন ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- ‘কোনও দিশা নেই, ঢপবাজি চলছে’, মমতার চা-ঘুগনির ব্যবসা পরামর্শে ধুয়ে দিলেন দিলীপ

উল্লেখ্য, এসএসসি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি গ্রেফতার করেছে তাঁকে। ইডির হেফাজত পেরিয়ে আপাতত প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। জেলে গিয়েই তাঁকে দফায়-দফায় জেরা করছে ইডি। ইতিমধ্যেই তদন্তে বিস্ফোরক একাধিক তথ্য উঠে এসেছে। দিন যত এগোচ্ছে এসএসসি কাণ্ডে আরও বড় দুর্নীতির প্রমাণ মিলছে। কোটি-কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে ইতিমধ্যেই। বাংলায় চাকরি ‘চুরি’র এই চক্রের অন্যতম প্রধান পান্ডা পার্থ চট্টোপাধ্যায়, এমনই দাবি ইডির। ইডির তদন্তে এমনিতেই নাস্তানাবুদ দশা পার্থের। এবার ইডির সঙ্গেই এসএসসি দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ssc scam ed cbi partha chatterjee court pruduction updates