SSC Scam Case: 'অনশন তুললেও আন্দোলন চলবে', রাজ্য সরকারকে ডেডলাইন মনে করিয়ে হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের

SSC Scam Case: সল্টলেকের এসএসসি ভবনের সামনে অবস্থান ও অনশন বিক্ষোভ প্রত্যাহার চাকরিহারা শিক্ষকদের। আজই ছিল অনশনের চতুর্থ দিন ও অবস্থানের পঞ্চম দিন।

SSC Scam Case: সল্টলেকের এসএসসি ভবনের সামনে অবস্থান ও অনশন বিক্ষোভ প্রত্যাহার চাকরিহারা শিক্ষকদের। আজই ছিল অনশনের চতুর্থ দিন ও অবস্থানের পঞ্চম দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court Supreme Court SSC SCAM

অনশন তুললেও আন্দোলন চলবে, রাজ্য সরকারকে ডেডলাইন মনে করিয়ে হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের

SSC Scam Case: সল্টলেকের এসএসসি ভবনের সামনে অবস্থান ও অনশন বিক্ষোভ প্রত্যাহার চাকরিহারা শিক্ষকদের। আজই ছিল অনশনের চতুর্থ দিন ও অবস্থানের পঞ্চম দিন। আর এদিনই অবস্থান ও অনশন স্থগিত করলেন চাকরিহারারা। চরম অব্যবস্থার কারণে এই স্থগিত করা হল বলেই জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। জেলায় জেলায় গণসাক্ষর গ্রহণের কর্মসূচির সিদ্ধান্ত। চারদিন অনশনে থাকলেও সরকারের কোন প্রতিনিধি দেখা করতেও আসেনি, ক্ষোভ উগড়ে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। "তৃণমূলের গুণ্ডারা ঘুরছে, আমরা এখানে তাঁবু খাটাতে পারি না, অনশন স্থানে একটা বায়োটয়লেটও নেই"। রাজ্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন অনশনরত শিক্ষকরা 

Advertisment

দ্রুত যোগ্য প্রার্থীদের তালিকা এবং ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশের দাবিতে বুধবার রাত থেকে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেন চাকরি হারাদের একাংশ। এমনকী শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সময়েও রাজপথ ছাড়েননি তারা।  আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলা সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগ্য চাকরিহারাদের বড়সড় আশার বাণী শুনিয়েছেন শিক্ষামন্ত্রী।

"যোগ্যদের তালিকা আইনি পরামর্শ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। মিরর ইমেজও আছে। তবে সেটার ক্ষেত্রেও আইনি পরামর্শ লাগবে। " এরই পাশাপাশি শিক্ষামন্ত্রী চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে আরো বলেন, " ওরা ( চাকরিহারা) রাজপথে থাকতে চান, ওদের সঙ্গে আমিও সহমত। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথে থাকাই উচিত। আমরা আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করব। সেই সময়টা পর্যন্ত দেখে নিন। ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। "

ওয়াকফ নিয়ে উত্তেজনার আগুনে পুড়ছে বাংলা, বিরাট অভিযোগে 'বোমা' ফাটালেন শুভেন্দু

Advertisment

SSC নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের জেরে এই রাজ্যের প্রায় ২৬ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরিহারা হয়েছেন। তারই প্রতিবাদে গত কয়েকদিন ধরেই কলকাতা সহ জেলায়-জেলায় চলছে তুমুল প্রতিবাদ-আন্দোলন।

শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলা সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগ্য চাকরিহারাদের আশার বাণী শোনান শিক্ষামন্ত্রী। তা সত্ত্বেও রাজপথ ছাড়েননি চাকরিহারাদের একাংশ। ২১ এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসএসএসি ভবনের সামনে থেকে অনশন প্রত্যাহার করে নেওয়া হলেও ধর্মতলায় ওয়াই চ্যানেকে প্রতিবাদ জারি রেখেছেন চাকরি হারারা। আন্দোলনরত শিক্ষকদের দাবি রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া অব্দি চলবে আন্দোলন। 

WB SSC Scam