/indian-express-bangla/media/media_files/CpSlilbUFn4BMjcEMVnQ.jpg)
রাজ্যকে ১৯ হাজারের যোগ্য প্রার্থীদের তালিকা দিল SSC, এবার কাটবে নিয়োগ জট?
Latest West Bengal News Highlights: রাজ্যকে এবার যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। ২০১৬ সালের যোগ্যদের তালিকা রাজ্যকে পাঠালো স্কুল সার্ভিস কমিশন। তালিকা ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে পাঠালো এসএসসি। আজকেই সেই তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে ১৯ হাজারের তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে। সেখানে নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থীদের নাম পাঠানো হয়েছে। এর আগেই এসএসসির কাছে ২০১৬ সালের নিয়োগের অযোগ্য প্রার্থীদের তালিকা ছিল। এবার যোগ্য দের তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠালো এসএসসি। এই তালিকাতে কি কাটবে নিয়োগ জট নজর এখন সেদিকেই।
মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারকে কেন্দ্র করে যখন দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন তখনই বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ভাইরাল হয়েছে। যেখানে তাকে পরন্ত বিকেলে চায়ের কাপে চুমুক দিয়ে সেই বিশেষ মুহূর্তকে উপভোগ করতে দেখা যাচ্ছে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা।
জেলায় হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। তখনই শাসক বিধায়কের এই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মানুষজন প্রশ্ন তুলেছেন, 'আদৌ জেলার কোন খোঁজ খবর রাখেন'?
বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। ছবি পোস্টের জেরে সমালোচনার মুখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটর। শনিবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রাক্তন ক্রিকেটার ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘পরন্ত বিকেল, ভালো চা, এবং শান্ত পরিবেশ। দারুণ এক মুহূর্তে ডুব দিয়েছি'। এনিয়ে তৃণমূল সাংসদকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইটারে একটি পোস্টে বলেছেন,"সাংসদ চায়ে চুমুক দিচ্ছেন এবং গণহত্যার মুহূর্ত উপভোগ করছেন। এটাই তৃণমূল"।
মুর্শিদাবাদে কাণ্ডে ভারত বিরোধী চক্রের যোগ, NIA তদন্তের দাবিতে সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিকে মুর্শিদাবাদে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের ডিজিপি। পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে, 'কোন গুজবে কাজ দেবেন না'। মুর্শিদাবাদ কাণ্ডে বিজেপিকে নিশানা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে"।
অশান্ত ধুলিয়ানে পানীয় জলে বিষয় মিশিয়ে দেওয়ার অভিযোগ। বিএসএফের সাহায্যে ভিটে মাটি ছেড়ে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে মালদার বৈষ্ণবনগরে একটি স্কুলে আশ্রয় নিয়েছেন শ'য়ে শ'য়ে হিন্দু পরিবার। ধুলিয়ান থেকে আসা একাধিক পরিবারের অভিযোগ, বাড়ি ঘর ভেঙে ফেলার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়। বিএসএফের সাহায্যে কোনমতে নদী পেরিয়ে মালদার স্কুলে আশ্রয় নিয়েছি গ্রামের একাধিক পরিবার।
ধুলিয়ানের হিন্দুপ্রধান গ্রামগুলিতে পানীয় জলে বিষক্রিয়া থেকে শুরু করে হিন্দুদের উপাসনালয় ধ্বংস করা, নির্বিচারে হিন্দুদের খুন, মহিলাদের সম্ভ্রম নষ্ট করা এগুলো কি আদৌ আন্দোলনের অংশ? প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ফের অশান্ত সামশেরগঞ্জ। চলল গুলি। গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে খবর, যুবকের কোমরে গুলি লেগেছে। তবে কে বা কারা কেন তাকে গুলি করেছে তা এখনও স্পষ্ট নয়।
আমরা বারবার বলেছি, ধর্মান্ধ মৌলবাদী দানবদের এই হিংস্র তাণ্ডব কোনও নির্দিষ্ট আইনের বিরোধিতা করে নয়। পশ্চিমবঙ্গের নিরীহ বাঙালি হিন্দুদের উপর এই নারকীয় পৈশাচিকতা আদতে দীর্ঘ পরিকল্পনার ফসল! ইসলামী মৌলবাদীদের সন্ত্রাসের চূড়ান্ত বর্বরতায় একদিন যেভাবে ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ… pic.twitter.com/Fkjh4G3vMa
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 13, 2025
ওয়াকফ আইন নিয়ে উত্তেজনার আগুন! এর মাঝেই বিরাট অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি দাবি করেন, অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ৪০০ জনেরও বেশি হিন্দু নদী পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারা সকলে মালদার বৈষ্ণবনগরে লালপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়। তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি উগ্রপন্থীদের উৎসাহিত করেছে। হিন্দুরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে! আইনশৃঙ্খলার এই অবনতি রাজ্য সরকারের লজ্জা। আমি জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে এই বাস্তুচ্যুত হিন্দুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার এবং এই জিহাদিদের সন্ত্রাস থেকে তাদের জীবন রক্ষা করার আহ্বান জানাচ্ছি"।
More than 400 Hindus from Dhulian, Murshidabad driven by fear of religiously driven bigots were forced to flee across the river & take shelter at Par Lalpur High School, Deonapur-Sovapur GP, Baisnabnagar, Malda.
— Suvendu Adhikari (@SuvenduWB) April 13, 2025
Religious persecution in Bengal is real.
Appeasement politics of… pic.twitter.com/gZFuanOT4N
ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অশান্ত বাংলা। মুর্শিদাবাদ সহ বাংলার দিকে দিকে অশান্তি। সুতি, সামশেরগঞ্জের হিংসার বলি ৩। আহত হয়েছেন আরও অনেকে। মুর্শিদাবাদ এবং অন্যান্য এলাকায় অশান্তি পাকানোর দায়ে গ্রেপ্তার দেড়শোর কাছাকাছি। মুর্শিদাবাদে অশান্তির পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের।
'পাপকে চাপা দেওয়ার চেষ্টাতেই'! শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ টেনে মুর্শিদাবাদ কাণ্ডে মমতাকে তুলোধোনা দিলীপের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা পিটিশনের প্রেক্ষিপ্তে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই আদালতের রায়কে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, "বাংলা জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়া অশান্তির প্রেক্ষিতে, আমি অশান্ত এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়ের বিষয়ে রাজ্য সরকারের জরুরি হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম। রাজ্য তা গ্রহণ করে নি। অন্য কোনও বিকল্প না পেয়ে, আমি আজ জনস্বার্থ মামলার জরুরি শুনানির জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলাম। আমার আবেদন মঞ্জুর করা হয়। মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরীর মাননীয় ডিভিশন বেঞ্চ বাংলায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আমার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের তীব্র বিরোধিতা সত্ত্বেও, জীবন বাঁচানোর জন্য মাননীয় আদালত মুর্শিদাবাদে সিএপিএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে। আমি আদালতের এই আদেশকে স্বাগত জানাই"।
শনিবার রাতে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, "মুর্শিদাবাদ সহ বাংলার হিংসা-কবলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হাকোর্টের নির্দেশ সম্পর্কে আমি ইতিমধ্যেই অবগত। আমি খুশি যে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত দিয়েছে।"
ওয়াকফ-প্রত্যাহারে অশান্তির স্রোত, কী পদক্ষেপ? কেন্দ্রের প্রশ্নবাণে জর্জরিত রাজ্য
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমোদন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন জানিয়েছেন যে মুর্শিদাবাদে প্রায় ৩০০ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ছাড়াও, রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশমন্ত্রী, বিএসএকে ডাকতে হবে কেন? প্রশ্ন তুলে ফের বিতর্ক উস্কে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি তিনি বলেন, "পুলিশ ব্যর্থ হয়েছে। প্রথম দিন থেকেই তারা যদি কঠোর হত, দোষীদের চিহ্নিত করে শাস্তি দিলে পরিস্থিতি হাতের বাইরে যেত না"।
অশান্ত মুর্শিদাবাদে নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক। ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে ভাঙচুর, লুটপাট। ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে মারাত্মক অভিযোগ। তড়িঘড়ি থানায় ছুটে আসেন বিধায়ক। ঘটনায় পুলিশের উপর ক্ষোভ উগরে বলেন, পরিবার আতঙ্কিত। আমার বাড়ি ভাংচুর করা হল। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ তা বলতে আমি পিছপা হব না"।
পয়লা বৈশাখে রাজ্যে দুর্যোগের সম্ভাবনা? ভেস্তে যাবে প্ল্যান?জানুন আবহাওয়ার বিরাট আপডেট
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রাজ্যে অশান্তির প্রেক্ষিপ্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, "ওয়াকফ বিলের নামে পশ্চিমবঙ্গে হিংসা ছড়ানো হচ্ছে। ওয়াকফ বিলের লক্ষ্য কোনও মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করা নয়, বরং এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা সমর্থন করছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। হিন্দুদের ঘরবাড়ি লুট করা হচ্ছে। পরিস্থিতি বাংলাদেশের মতো হয়ে গেছে।"
-
Apr 13, 2025 15:45 IST
West Bengal News Live: মুর্শিদাবাদে অশান্তির আবহে 'পরন্ত বিকেলে দুর্দান্ত চায়ের' ছবি
মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারকে কেন্দ্র করে যখন দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন তখনই তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ভাইরাল হয়েছে। যেখানে তাকে পরন্ত বিকেলে চায়ের কাপে চুমুক দিয়ে সেই বিশেষ মুহূর্তকে উপভোগ করতে দেখা যাচ্ছে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা। হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। জারি রয়েছে বিএনএসের ১৬৩ ধারা। এমন সময়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক।পোস্টের জন্য তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।
শনিবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রাক্তন ক্রিকেটার ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘পরন্ত বিকেল, ভালো চা, এবং শান্ত পরিবেশ। দারুণ এক মুহূর্তে ডুব দিয়েছি'। এনিয়ে তৃণমূল সাংসদকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইটারে একটি পোস্টে বলেছেন সাংসদ চায়ে চুমুক দিচ্ছেন এবং হিন্দুদের গণহত্যার মুহূর্ত উপভোগ করছেন। এটাই তৃণমূল"।
-
Apr 13, 2025 13:22 IST
West Bengal News Live: 'জনপ্রতিনিধিরা কোনভাবে দায় এড়াতে পারে না', গর্জে উঠলেন হুমায়ুন কবির
মুর্শিদাবাদ কাণ্ডে জনপ্রতিনিধিরা কোনভাবে দায় এড়াতে পারে না, দলের একাংশকে একহাত নিলেন ভরতপুরের ত্ণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওয়াকফ আন্দোলনের জেরে জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি।
-
Apr 13, 2025 12:42 IST
West Bengal News Live: ফের ভয়াবহ ভূমিকম্প
মায়ানমারের পর, তাজিকিস্তানেও প্রবল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। আপনাদের জানিয়ে রাখি যে, গত ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান। মানুষ আতঙ্কিত। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ধরণের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
-
Apr 13, 2025 11:23 IST
West Bengal News Live: বিভাজনের বিভীষিকাময় অন্ধকার এখন বাংলায়, সরব বিজেপি
চরম অশান্তি মুর্শিদাবাদে। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জুড়ে চলছে চরম নৈরাজ্য। ইতিমধ্যে সামশেরগঞ্জে পৌঁছেছেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। এর মাঝেই বিরাট অভিযোগে কেঁপে উঠল বাংলা। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডের কালী মন্দির, ১০ নম্বর ওয়ার্ডের দুর্গা মন্দির চূর্ণ-বিচূর্ণ! সাধের ভিটে-মাটি ছেড়ে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হিন্দুরা। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর জন্য 'গণশত্রু' @MamataOfficial আজ বাংলার এই মাটিতেই প্রকাশ্যে চাক্ষুষ করাচ্ছেন 'নোয়াখালী পার্ট ২'। বিভাজনের বিভীষিকাময় অন্ধকার এখন শুধু মুর্শিদাবাদ থেকে মালদহে সীমাবদ্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় তাঁর উন্মত্ত জেহাদী বাহিনী স্বপ্ন দেখছে গোটা বাংলায় একপ্রকার নৈরাজ্য স্থাপনের"।
মৌলবাদী হিংস্রতায় চূর্ণ-বিচূর্ণ ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডের কালী মন্দির, ১০ নম্বর ওয়ার্ডের দুর্গা মন্দির!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 13, 2025
সাধের ভিটে-মাটি ছেড়ে হিন্দুদের পলায়ন, মৌলবাদী হানাদারদের থেকে স্ত্রী-মাতার সম্ভ্রম রক্ষার মরিয়া চেষ্টা, সর্বস্ব থেকেও স্বাধীন ভারতের মাটিতে উদ্বাস্তু হয়ে জীবনধারণ!… pic.twitter.com/j5on7UDrin -
Apr 13, 2025 09:04 IST
West Bengal News Live: বাংলায় বিপন্ন হিন্দুরাই! গর্জে উঠলেন সুকান্ত মজুমদার
'হিন্দু হোমল্যান্ড'-এ বিপন্ন হিন্দুরাই! বাঙালি হিন্দুদের দুর্বিষহ পরিনতি নিয়ে গর্জে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মমতা সরকারকে নিশানা করে রাজ্য বিজেপি সভাপতি বলেন, কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটে-মাটি ছেড়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে ঠাঁই নিতে হয়েছে স্কুল প্রাঙ্গণে! চরম বিপদশঙ্কুল দিনেও তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে! স্বাধীন ভারতের মাটিতেও বিভাজনের বিভীষিকাময় ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালিকে চাক্ষুষ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় !
শ্যামাপ্রসাদ মুখার্জীর গড়া 'হিন্দু হোমল্যান্ড' পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের দুর্বিষহ পরিনতি দেখুন! @MamataOfficial - এর বেআব্রু তোষণের রাজত্বে হিন্দুরাই এখন নিজভূমে পরবাসী হয়ে জীবনধারণ করতে বাধ্য...
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 12, 2025
কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটে-মাটি ছেড়ে মুর্শিদাবাদের… pic.twitter.com/YUrQq9ohM8 -
Apr 13, 2025 08:59 IST
West Bengal News Live: মুর্শিদাবাদে নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক
অশান্ত মুর্শিদাবাদে নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক। ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে ভাঙচুর, লুটপাট। ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে মারাত্মক অভিযোগ। তড়িঘড়ি থানায় ছুটে আসেন বিধায়ক। ঘটনায় পুলিশের উপর ক্ষোভ উগরে বলেন, পরিবার আতঙ্কিত। আমার বাড়ি ভাংচুর করা হল। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ তা বলতে আমি পিছপা হব না"।
-
Apr 13, 2025 08:58 IST
West Bengal News Live: বিজেপির ষড়যন্ত্রের ফল, মুর্শিদাবাদ কাণ্ডে গেরুয়া শিবিরকে বেনজির তোপ
মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "অনেক দিন ধরেই বিজেপির নেতৃত্বে কিছু রাজনৈতিক দল ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলায় বিভেদ সৃষ্টির রাজনীতি করার চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছিল, আজ আমরা যা দেখলাম তা বিজেপির ষড়যন্ত্রের ফল"।
-
Apr 13, 2025 08:57 IST
West Bengal News Live: বাংলায় হিংসার বলি ৩
ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অশান্ত বাংলা। মুর্শিদাবাদ সহ বাংলার দিকে দিকে অশান্তি। সুতি, সামশেরগঞ্জের হিংসার বলি ৩। আহত হয়েছেন আরও অনেকে। মুর্শিদাবাদ এবং অন্যান্য এলাকায় অশান্তি পাকানোর দায়ে গ্রেপ্তার দেড়শোর কাছাকাছি। মুর্শিদাবাদে অশান্তির পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের।
-
Apr 13, 2025 08:57 IST
West Bengal News Live: আদালতের রায়ে কী বললেন শুভেন্দু?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা পিটিশনের প্রেক্ষিপ্তে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই আদালতের রায়কে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, "বাংলা জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়া অশান্তির প্রেক্ষিতে, আমি অশান্ত এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়ের বিষয়ে রাজ্য সরকারের জরুরি হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম। রাজ্য তা গ্রহণ করে নি। অন্য কোনও বিকল্প না পেয়ে, আমি আজ জনস্বার্থ মামলার জরুরি শুনানির জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলাম। আমার আবেদন মঞ্জুর করা হয়। মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরীর মাননীয় ডিভিশন বেঞ্চ বাংলায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আমার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের তীব্র বিরোধিতা সত্ত্বেও, জীবন বাঁচানোর জন্য মাননীয় আদালত মুর্শিদাবাদে সিএপিএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে। আমি আদালতের এই আদেশকে স্বাগত জানাই"।
-
Apr 13, 2025 08:56 IST
West Bengal News Live: গর্জে উঠলেন লকেট
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রাজ্যে অশান্তির প্রেক্ষিপ্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, "ওয়াকফ বিলের নামে পশ্চিমবঙ্গে হিংসা ছড়ানো হচ্ছে। ওয়াকফ বিলের লক্ষ্য কোনও মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করা নয়, বরং এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা সমর্থন করছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে । হিন্দুদের ঘরবাড়ি লুট করা হচ্ছে"।
-
Apr 13, 2025 08:55 IST
West Bengal News Live: মমতা পুলিশমন্ত্রী, BSF ডাকতে হবে কেন?
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশমন্ত্রী, বিএসএকে ডাকতে হবে কেন? প্রশ্ন তুলে ফের বিতর্ক উস্কে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অশান্ত মুর্শিদাবাদে নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক। ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে ভাঙচুর, লুটপাট। ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে মারাত্মক অভিযোগ। তড়িঘড়ি থানায় ছুটে আসেন বিধায়ক। ঘটনায় পুলিশের উপর ক্ষোভ উগরে বলেন, পরিবার আতঙ্কিত। আমার বাড়ি ভাংচুর করা হল। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ তা বলতে আমি পিছপা হব না"।
-
Apr 13, 2025 08:54 IST
West Bengal News Live: অতিরিক্ত ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমোদন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন জানিয়েছেন যে মুর্শিদাবাদে প্রায় ৩০০ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ছাড়াও, রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
-
Apr 13, 2025 08:54 IST
West Bengal News Live: হাইকোর্টের নির্দেশকে স্বাগত রাজ্যপালের
শনিবার রাতে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, "মুর্শিদাবাদ সহ বাংলার হিংসা-কবলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হাকোর্টের নির্দেশ সম্পর্কে আমি ইতিমধ্যেই অবগত। আমি খুশি যে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত দিয়েছে।"