/indian-express-bangla/media/media_files/CpSlilbUFn4BMjcEMVnQ.jpg)
SSC Recruitment: এসএসসি-র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন পর্ব চলছে।
SSC teacher recruitment: গত সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই মতো চলছে আবেদন-পর্ব।
গত ১৮ জুন দুপুর পর্যন্ত প্রায় ১৬ হাজার আবেদন জমা পড়েছে। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের জন্য ২৩ হাজারেরও বেশি শিক্ষকের শূন্য পদ তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি ৪ হাজার ৩৫২টি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানের শিক্ষকের জন্য। অঙ্কের শিক্ষকের জন্য রয়েছে ৩৯০১টি শূন্যপদ। এই সব শুন্য পদে নিয়োগের জন্যই পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষারই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, শুরু হয়েছে আবেদন।
তবে SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ এখনও নিজেদের পুরনো দাবিতেই অনড় রয়েছেন। নতুন করে তারা কিছুতেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। পরীক্ষায় না বসেই যাতে তাদের চাকরি বহাল রাখা যায় সে ব্যাপারে রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, "প্রচুর আবেদন জমা পড়েছে। যারা পরীক্ষা দিতে চান না তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ। আন্দোলনকারী শিক্ষকদের আমরা অনুরোধ করছি কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আপনারা পরীক্ষায় বসুন।"