/indian-express-bangla/media/media_files/2024/12/20/Ynp0u68fTPXnkAmIecSK.jpg)
মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার সন্দেহভাজন দুই জঙ্গি।
STF arrested 2 militants associated with Jamaat-ul-Mujahideen Bangladesh from Murshidabad: বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে ইতিমধ্যেই এপার বাংলাতেও চূড়ান্ত সর্তকতা প্রশাসনের অন্দরে। এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের সঙ্গে জামাত-উল-মুজাহিদিনের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ইসলামিক ধর্মীয় বই উদ্ধার হয়েছে।
শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। দেশের দিকে দিকে জেল থেকে গত কয়েক মাসে বহু জঙ্গিকে মুক্ত করেছে মহম্মদ ইউনূসের সরকার।
অন্যদিকে, ওপার বাংলার দিকে দিকে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওপার বাংলায় এমন অস্থির পরিস্থিতির সুযোগে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে। কাঁটাতারহীন সীমান্ত এলাকা দিয়ে ঢুকে জঙ্গিরা পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন- Kolkata News: সূত্রের খবরে অতর্কিতে হানা, কলকাতার গেস্ট হাউস থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
আরও পড়ুন- West Bengal News Live: এক মাসেরও বেশি সময় হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
গোটা রাজ্যের পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোতেও তাই নজরদারি বাড়িয়েছে বিএসএফ থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য শাখা। এবার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ থেকে সন্দেহভাজন দুই জামাত জঙ্গিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
দু'জনের সঙ্গে জামাত-উল মুজাহিদিনের যোগ রয়েছে বলে সন্দেহ। মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহড়ান এলাকায় তল্লাশি চালিয়ে দু'জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ধর্মীয় ইসলামী বই মিলেছে বলে জানা গিয়েছে।